ইসির সঙ্গে বিএনপির বৈঠক বিকালে
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:১৭ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার
নবনিযুক্ত নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করবে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল আজ ইসিতে যাবেন।
রোববার বিকাল সাড়ে ৩টায় আগারগাঁও নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন– স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও সেলিমা রহমান।
এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, রোববার বিকাল সাড়ে ৩টায় নবনিযুক্ত নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করতে আগারগাঁও নির্বাচন ভবনে যাবেন বিএনপি’র একটি প্রতিনিধি দল।
দেশের চতুর্দশতম প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দীন। এছাড়া নির্বাচন কমিশনার নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্মসচিব তাহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব) আবুল ফজল মো. সানাউল্লাহ।
এএইচ