ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫,   ফাল্গুন ২৮ ১৪৩১

একা নয়, বন্ধুদের নিয়েই একুশে পদক নিবেন অভ্রর নির্মাতা মেহদী 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:২৬ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার | আপডেট: ০৭:৪৪ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার

ইন্টারনেটে বাংলা ভাষায় লেখাকে সহজতর করতে অবিস্মরণীয় অবদানের জন্য একুশে পদকের জন্য মনোনীত অভ্র কি-বোর্ডের আবিষ্কারক মেহদী হাসান খান। তবে তিনি এককভাবে এই পুরস্কার নিতে চান না। কারণ অভ্র তৈরিতে তার আরও তিন বন্ধুও কাজ করেছিলেন, তাই পুরস্কারটা সবার প্রাপ্য বলে জানিয়েছেন মেহদী। 

রোববার (৯ ফেব্রুয়ারি) সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এ তথ্য জানিয়েছেন। 

এর আগে গত বৃহস্পতিবার মেহেদীসহ ১৫ জনকে একুশে পদকের জন্য মনোনীত করে নাম ঘোষণা করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে ফারুকী জানান, মেহদী একা এই কৃতিত্ব নিতে চাননি। তার আরো তিন বন্ধু রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম এবং শাবাব মুস্তাফা; যারাও অভ্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাদের ছাড়া তিনি পুরস্কার নিতে চাননি।
 
তিনি বলেন, ‘আমরা আনন্দের সাথে জানাচ্ছি, স্রোতের বিপরীতে এগিয়ে যাওয়া এই চার গুণীকেই অভ্র’র জন‍্য দলগতভাবে একুশে পদকে সম্মানিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘তাঁরা চার বন্ধুই পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশে আসছেন পুরস্কার গ্রহণ করতে। ক্যান্ট ওয়েট টু ওয়েলকাম ইউ অল। আই অ্যাম শিওর দিজ ইজ গোয়িং টু ইনসপায়ার আ লট অব ইয়াং পিপল টু মুভ ফরওয়ার্ড নো ম্যাটার হোয়াট। বাংলাদেশ, অনওয়ার্ডস অ্যান্ড আপওয়ার্ডস।’

এসএস//