ডিআইজি মোল্যা নজরুল ৫ দিনের রিমান্ডে
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:০২ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার
![](https://www.ekushey-tv.com/media/imgAll/2020June/10-2502091302.jpg)
রাজধানীতে গুলশান কমার্স কলেজের শিক্ষার্থী ফাহিম হোসেন জুবায়েদকে হত্যাচেষ্টার মামলায় রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সংযুক্ত পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (৯ ফেব্রুয়ারি) শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহের আদালতে।
এ দিন মোল্যা নজরুল ইসলামকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর বিকেল ৫টা ২০ মিনিটে তাকে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আদালতের কাঠগড়ায় তোলা হয়।
এ সময় তার সাত দিনের রিমান্ড আবেদন করেন গুলশানা থানা পুলিশের উপপরিদর্শক মো. মাহফুজুল হক।
ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, আসামি মোল্যা নজরুল ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী। তিনি যখন জিএমপির কমিশনার, তখন তিনি বিরোধী দল দমনে কাজ করেছেন। ছাত্র-জনতার আন্দোলন দমাতে তিনি কাজ করেছেন। এ হত্যাচেষ্টার সঙ্গে তার যোগসাজশ রয়েছে। সাধারণ পুলিশকে কীভাবে ব্যবহার করা হয়েছে তা জানতে তার সাত দিনের রিমান্ড প্রয়োজন।
এদিকে, রিমান্ড বাতিল, কারাগারে ডিভিশন ও চিকিৎসা চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন আদালত। একই সঙ্গে অপর দুটি আবেদন নথিভুক্ত করেন।
এর আগে, শনিবার রাজশাহী জেলা পুলিশের সহায়তায় সারদার পুলিশ একাডেমি থেকে মোল্যা নজরুল ইসলামকে আটক করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন গুলশান থানাধীন এলাকায় কমার্স কলেজের শিক্ষার্থী ফাহিম হোসেন জুবায়েদ। এ সময় তিনি গুলিবিদ্ধ হন। এ ঘটনায় গত ৫ অক্টোবর তার বাবা মো. হুমায়ুন কবির বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন।
এতে মোল্যা নজরুলসহ ৩৫ জনকে আসামি করা হয়। এছাড়া, অজ্ঞাতপরিচয়ের আরও ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে।
এসএস//