ছাত্র অধিকার পরিষদ জাবি শাখার সভাপতি ইকবাল, সম্পাদক নাজির
জাবি সংবাদদাতা
প্রকাশিত : ০৯:৫০ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার
![](https://www.ekushey-tv.com/media/imgAll/2020June/JU-2502110350.jpg)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ১ বছর মেয়াদী এই কমিটির সভাপতি হয়েছেন ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক নাজিরুল ইসলাম।
সোমবার (১০ ফেব্রুয়ারি) ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
উক্ত কমিটির সহ-সভাপতি হিসেবে আছেন আরিফুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আহমেদ, দপ্তর সম্পাদক আবু নোমান মোহাম্মদ হুসনী মোবারক, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম আফজাল, অর্থ সম্পাদক সাজেদুল ইসলাম এবং মিডিয়া সম্পাদক সানজিদ চৌধুরী।
এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে আছেন নূর ইসলাম, আসিফ ইমরান, তানিয়া আহমেদ ও তানভীর হোসেন সৌরভ।
এএইচ