নোয়াখালীতে ট্রাকের চাপায় শিক্ষার্থী ভাই-বোনের মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত : ১২:০৫ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার | আপডেট: ১২:১৫ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার
![](https://www.ekushey-tv.com/media/imgAll/2020June/acc-2502110605.jpg)
নোয়াখালী সদর উপজেলায় ট্রাক চাপায় বাইসাইকেলে থাকা দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।
মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়নের বৈকণ্ঠপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে, ওই গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে আরাফাত হোসেন ও তার ফুফাতো বোন আবুল কালামের মেয়ে আছমা আক্তার। তারা দুইজন স্থানীয় কোয়ালিটি এ্যাডুকেশন নামে একটি কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আবুল কালাম বাইসাইকেলে করে আরাফাত ও আছমাকে নিয়ে বিদ্যালয়ে যাচ্ছিল। পথে পেছন দিক থেকে আসা একটি বালিবাহী ট্রাক তাদের বাইসাইকেলকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই নিহত হয় আরাফত ও আছমা।
পরে স্থানীয়রা আবুল কালামকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় স্থানীয়দের আটক করা একটি বালিবাহী ট্রাক জব্ধ করা হয়েছে। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এএইচ