থানার সামনে টিকটক ভিডিও বানানো সেই আ’লীগ নেত্রী আটক
নাটোর প্রতিনিধি
প্রকাশিত : ০১:৪৪ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার | আপডেট: ০১:৫৪ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার
![](https://www.ekushey-tv.com/media/imgAll/2020June/Natore-Picture-2502110744.jpg)
নাটোরের বড়াইগ্রাম থানা ভবনের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে নেচে টিকটক ভিডিও বানানো আওয়ামী লীগ নেত্রী শিউলী বেগমকে আটক করেছে পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগ নেত্রী শিউলীকে বড়াইগ্রাম উপজেলার পৌরসভার উত্তরপাড়া এলাকার বাসা থেকে আটক করা হয়েছে।
শিউলী বেগম বড়াইগ্রাম পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। এর আগে দুপুরে শিউলী বেগম বড়াইগ্রাম থানা ভবন চত্বরে প্রবেশ করে থানা ভবনের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে নেচে টিকটক ভিডিও ধারণ করেন।
আটকের বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ওসি তদন্ত মাহাবুবুর রহমান জানান, থানা চত্তরের ভেতর মূল ফটকের সামনে নেচে গেয়ে টিকটক ভিডিও বানান বড়াইগ্রাম পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি শিউলি বোগম।
পরে সেই ভিডিও তিনি নিজের ফেসবুক আইডিতে প্রচার করেন এবং তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
থানার সামনে এমন ভিডিও ধারণ এবং সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে ব্যাপক সমালোচনা শুরু হয়।
পরে রাতেই অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে শিউলি বেগমকে আটক করে পুলিশ। তবে কি মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে সে বিষয়ে জানাতে পারেননি ওসি।
এএইচ