ঢাকা, বুধবার   ১২ ফেব্রুয়ারি ২০২৫,   মাঘ ২৯ ১৪৩১

বিএনপি নেতার বাড়িতে গুলি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৪৬ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার

নাটোরের বাগাতিপাড়ায় বিএনপি নেতা আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানাকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার রাতে উপজেলার ভাটোপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়। 
গ্রেফতারকৃত সোহেল রানা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবং ভাটোপাড়া এলাকার রফিকুল ইসলাম রফিকের ছেলে। 

গত ১৭ ডিসেম্বর রাত ১টার দিকে বাগাতিপাড়া উপজেলার জয়ন্তিপুর এলাকায় বিএনপি নেতা আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় ওই বাড়ি থেকে পিস্তলের দুই রাউন্ড তাজা গুলি ও ৭ রাউন্ড খালি খোসা উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় আব্দুর রশিদ চৌধুরী বাগাতিপাড়ায় থানায় একটি মামলা দায়ের করেন।

বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গতরাতে সোহেল রানাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিয়ে থানায় আইনগত প্রক্রিয়া চলছে।

এএইচ