ঢাকা, বুধবার   ১২ ফেব্রুয়ারি ২০২৫,   মাঘ ৩০ ১৪৩১

‘প্রেরণার মাসকে নোংরামির মাসে পরিণত করেছে মুনাফালোভীরা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৪ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার | আপডেট: ১১:৪৫ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার

ভাষার মাস ফেব্রুয়ারিকে নিয়ে আক্ষেপ করেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেছেন, ফেব্রুয়ারি মাস অন্যায়ের বিরুদ্ধে উজ্জীবিত হওয়ার মাস। আমাদের প্রেরণার মাসটাকে নোংরামির মাসে পরিণত করেছে একশ্রেণীর মুনাফালোভীরা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব কথা বলেন। 

পোস্টে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ লিখেন, ‘ফেব্রুয়ারি মাস অন্যায়ের বিরুদ্ধে উজ্জীবিত হওয়ার মাস। শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াবার মাস। এ মাসে আত্মত্যাগকারী আবদুস সালাম, আবদুল জব্বার, শফিউর রহমানরা আমাদেরকে সেই শিক্ষাই দেয়। অথচ খুব ধীরে ধীরে, সুকৌশলে, এক শ্রেণির মিডিয়া ও মুনাফালোভীরা নিজেদের স্বার্থে আমাদের প্রেরণার মাসটাকে নোংরামির মাসে পরিণত করেছে।’

‘আমাদের শৈশব-কৈশোরের ফেব্রুয়ারি ছিল সাহস ও ঘুরে দাঁড়াবার শক্তিতে প্রত্যুজ্জ্বল। বর্তমান প্রজন্মের কাছে ফেব্রুয়ারি মানেই অবৈধ সম্পর্কের ছড়াছড়ি। যেসব তরুণ-তরুণী এই নষ্ট স্রোতে গা ভাসাচ্ছে, তারা বুঝতেও পারছে না তারা এক নাচের পুতুল। তাদেরকে ব্যবহার করা হচ্ছে সুগভীর এক বাণিজ্যিক প্রকল্প ও শালীনতা ধ্বংসের ষড়যন্ত্রে।’

ফেব্রুয়ারির চেতনায় সজাগ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ফেব্রুয়ারির প্রকৃত চেতনা ফিরিয়ে আনার এবং তরুণ্য-বিধ্বংসী সকল নোংরা আয়োজনের বিরুদ্ধে এখনই যদি আমরা সজাগ না হই, তবে পশ্চিমাদের মতো আমাদের পরিবার-ব্যবস্থাও ভেঙে খানখান হয়ে যাবে। তখন শত আফসোস করেও কোনো লাভ হবে না।’

এএইচ