জাবি’র তিন ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
জাবি সংবাদদাতা
প্রকাশিত : ০৪:১৩ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার | আপডেট: ০৪:২১ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার
![](https://www.ekushey-tv.com/media/imgAll/2020June/Ju-2502121013.jpg)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ‘ডি’, ‘ই’ ইউনিট ও আইবিএ-জেইউ এই তিন ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাফরুহী সাত্তার, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক নিগার সুলতানা এবং ইন্সটিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশনের (আইবিএ) পরিচালক অধ্যাপক আইরিন আক্তার যথাক্রমে ‘ডি’, ‘ই’ এবং ‘আইবিএ-জেইউ’র ফলাফল উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের কাছে হস্তান্তর করেন।
এতে দেখা গেছে, 'ডি' ইউনিটে ছাত্রীদের ৫টি শিফটে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় প্রথম শিফটে পাশের হার ৪২ দশমিক ২১ শতাংশ, দ্বিতীয় শিফটে ৪৫ দশমিক ৬০ শতাংশ, তৃতীয় শিফটে ৩৯ দশমিক ১৭ শতাংশ, চতুর্থ শিফটে ৩৮ দশমিক ৫৭ শতাংশ এবং পঞ্চম শিফটে ৫৫ দশমিক ৫০ শতাংশ।
ছাত্রীদের সর্বমোট আবেদন জমা পড়েছিল ৪৭ হাজার ৬৯২টি। পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩৯ হাজার ৯৬৮ জন। পাস করেছে ১৭ হাজার ৬৬৪ জন। অর্থাৎ, গড়ে ৪৪ দশমিক ২২ শতাংশ নারী শিক্ষার্থী পাস করেছে।
এছাড়া ছাত্রদের ৪টি শিফটের মধ্যে প্রথম শিফটে পাশের হার ৩৮ দশমিক ২ শতাংশ, দ্বিতীয় শিফটে ৪৭ দশমিক ৪৪ শতাংশ, তৃতীয় শিফটে ৪৩ দশমিক ৪ শতাংশ এবং চতুর্থ শিফটে ৩৮ দশমিক ২৩ শতাংশ। ছেলেদের সর্বমোট আবেদন জমা পড়েছিল ৩৯ হাজার ৭৬টি। পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩৩ হাজার ৬৪৯ জন। পাশ করেছে ১৪ হাজার ৪ জন। গড় পাশের হার ৪১ দশমিক ৭০ শতাংশ।
আইবিএ-জেইউ ইউনিটে ছাত্রছাত্রীদের আলাদা করে মোট ২টি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ছাত্রদের শিফটে পাশের হার ২৮ দশমিক ৫৪ শতাংশ এবং ছাত্রীদের ২৩ দশমিক ৬৬ শতাংশ।
ছাত্রদের জিপিএ সহ সর্বোচ্চ নাম্বার ৭২ দশমিক ৮০ এবং ছাত্রীদের জিপিএ সহ ৭৪ দশমিক ৫৮ শতাংশ। ছাত্রদের মোট আবেদন সংখ্যা ২ হাজার ৮৩৪টি এবং পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ২ হাজার ১২২ জন।
ছাত্রীদের মোট আবেদন সংখ্যা ১ হাজার ৮৫৪টি এবং পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১ হাজার ২৮৫ জন। ছাত্র-ছাত্রীদের গড় উপস্থিতি ৭৩ শতাংশ। ২৫৪ জন ছাত্র এবং ২৫০ জন ছাত্রীর মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।
এছাড়া একই সময়ে ‘ই’ ইউনিটের ফলাফল উপাচার্যের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে বিস্তারিত তথ্য হাতে আসেনি বলে জানিয়েছেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক নিগার সুলতানা।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ভর্তি পরীক্ষা একটি টিম ওয়ার্ক, আমরা স্বচ্ছতা ও অঙ্গীকার নিয়ে কাজ করছি। এতগুলো শিফটের ভর্তি পরীক্ষার ফলাফল এত দ্রুত ৩ দিনের মধ্যে তৈরি করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
এএইচ