ঢাকা, বুধবার   ১২ ফেব্রুয়ারি ২০২৫,   মাঘ ৩০ ১৪৩১

ববিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন

ববি প্রতিনিধি

প্রকাশিত : ০৪:৩৩ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে রাকিব আহমেদকে আহ্বায়ক ও সিরাজুল ইসলামকে সদস্য সচিব করে ৭৩ সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আগামী ছয় মাসের জন্য এই কমিটি অনুমোদন করা হয়।

কমিটিতে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শাহেদ হোসেন, মুখপাত্র মো. মাইনুল ইসলাম এবং সহ-মুখপাত্র হিসেবে মো. জাহিদুল ইসলাম ও শারমিলা জামান সেঁজুতি মনোনীত হয়েছেন।

এছাড়া কমিটিতে ১৫ জন যুগ্ম আহ্বায়ক, ১৪ জন যুগ্ম সদস্য সচিব, ৮ জন সংগঠক ও ৩২ জন সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

এএইচ