ঢাকা, বুধবার   ১২ ফেব্রুয়ারি ২০২৫,   মাঘ ৩০ ১৪৩১

যেসব আসনে নির্বাচনে প্রার্থী হতে পারেন হাসনাত-সারজিসরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৫২ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার | আপডেট: ০৫:২৯ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার

ইতিমধ্যে দেশের রাজনীতিতে নতুন উন্মাদনা সৃষ্টি হয়েছে। ১৩তম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ছাত্রদের নতুন দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল গঠনের কাজ এগিয়ে নিচ্ছে। ধারণা করা হচ্ছে, চলতি মাসের শেষেই এই নতুন দল আত্মপ্রকাশ করতে পারে। 

এ দলে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থী ও তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। 

আগামী জাতীয় নির্বাচনে নতুন রাজনৈতিক দলের বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থীর নাম ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে। আসন্ন নির্বাচনে যেসব আসন থেকে নির্বাচনে করতে পারেন ওই ছাত্রনেতারা।

এর মধ্য রংপুর-৪ আসন থেকে নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন, পঞ্চগড়-১ আসনে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, কুমিল্লা-৪ আসনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, নোয়াখালী-৬ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদ এবং চট্টগ্রামের যে কোন একটি আসন থেকে নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুহাম্মদ হাসান আলী প্রার্থী হতে পারেন।

এএইচ