ভালোবাসা দিবসে প্রিয়জনকে কী উপহার দেবেন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:০৫ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার | আপডেট: ০২:০৯ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার
![](https://www.ekushey-tv.com/media/imgAll/2020June/Gift-2502130805.jpg)
১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে—বিশ্ব ভালোবাসা দিবস। দিনটিকে বিশ্বব্যাপী ভালোবাসার প্রতীক হিসেবে উদযাপন করা হয়। বর্তমানে সারাবিশ্বেই এটি আনন্দ-উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়।
ভালোবাসা দিবস মানেই বিশেষ অনুভূতির বহিঃপ্রকাশ, ভালোবাসার মানুষকে আরও একটু ভালোবাসার স্পর্শে আবৃত করার দিন। কিন্তু প্রশ্ন হলো, এ দিনে প্রিয়জনকে কী উপহার দেওয়া যায়? উপহার মানেই কি দামি কিছু? নাকি সেটির আবেগমিশ্রিত মূল্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ?
ভালোবাসা উপহার দিয়ে মাপা যায় না, তবে অনেকের কাছে উপহার কেবল বস্তুগত কিছু নয়, এটি একটি অনুভূতি, যা হৃদয়ের গভীরতা থেকে আসে। তাই ভালোবাসা দিবসে প্রিয়জনকে কী উপহার দেবেন, তা নির্ভর করে সম্পর্কের গভীরতা ও বোঝাপড়ার ওপর।
কী উপহার দেবেন প্রিয়জনকে, এবার জেনে নেওয়া যাক-
ব্যক্তিত্বের সঙ্গে মানানসই উপহার
প্রিয়জনের পছন্দ-অপছন্দ বুঝে উপহার নির্বাচন করা হলে সেটি নিঃসন্দেহে বিশেষ হয়ে উঠবে। যদি আপনার সঙ্গী বইপ্রেমী হন, তবে একটি সুন্দর বই হতে পারে দারুণ উপহার। যদি তিনি সংগীতপ্রেমী হন, তবে একটি ভালো মানের হেডফোন হতে পারে গেম চেঞ্জার। গেম থেকে মনে পড়লো, আপনার সঙ্গী যদি গেমার হন, তাহলে একটি মেকানিক্যাল কিবোর্ড কিংবা গেমিং হেডফোন হতে পারে তার অন্তরে যাওয়ার পথ।
হাতে তৈরি উপহার
যান্ত্রিক জীবনের ব্যস্ততার মাঝেও হাতে তৈরি উপহার বিশেষ মূল্য বহন করে। নিজ হাতে লেখা একটি চিঠি, একটি স্ক্র্যাপবুক বা হাতে আঁকা ছবি হতে পারে চমৎকার উপহার। এতে আপনার আন্তরিকতা ও ভালোবাসার গভীরতা প্রকাশ পাবে।
সময় উপহার দিন
অনেক সময় বস্তুগত উপহারের চেয়ে বেশি মূল্যবান হয়ে ওঠে একসঙ্গে কাটানো সময়। আমার মতে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বা মূল্যবান উপহার, যা কোনো অর্থমূল্যে বিচার করা সম্ভব নয়। প্রিয়জনের কাছে সবচেয়ে বড় উপহার আপনি নিজেই। সম্পর্কের যত্ন নেওয়া, মনোযোগ দেওয়া, তার অনুভূতিগুলো বোঝার চেষ্টা করা এবং ভালোবাসার মূল্য দেওয়া—এই বিষয়গুলো যে কোনো বস্তুগত উপহারের চেয়ে অনেক বেশি অর্থবহ। ব্যস্ততার মাঝেও যদি শুধুমাত্র তার জন্য সময় বের করে কোথাও ঘুরতে যান, একসঙ্গে পছন্দের খাবার খান বা পুরোনো স্মৃতিগুলো রোমন্থন করেন, তবে সেটিই হতে পারে সেরা উপহার।
এছাড়া একগুচ্ছ ফুল দিয়ে দিনটিকে রঙিন করে তুলতে পারেন, অথবা তার প্রিয় চকলেট উপহার দিয়ে মিষ্টি এক মুহূর্ত সৃষ্টি করতে পারেন। এছাড়া, সুগন্ধি বা বডি স্প্রে দিয়ে তাকে চমকে দেওয়া যায়, কিংবা যুগল ছবি বাঁধিয়ে একটি ফটোফ্রেম উপহার দেওয়া যায় ভালোবাসার স্মৃতিকে ধরে রাখার জন্য। নারীদের জন্য গহনাও হতে পারে বিশেষ কিছু।
তবে যেটাই উপহার দিন না কেন, সেটির পেছনের আন্তরিকতাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
তবে বস্তুকেন্দ্রিক উপহারের চেয়ে নিজের মনের মানুষের সঙ্গে প্রতিদিনই ভালোবাসা দিবস হওয়া উচিত। বিশেষ একটি দিনে বেশি ভালোবাসা দেখিয়ে অন্য দিন কম ভালোবাসা দেওয়া—এটি ভালোবাসার প্রকৃত সংজ্ঞার সঙ্গে মানানসই নয়।
জয়/এএইচ