ঢাকা, বৃহস্পতিবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৫,   ফাল্গুন ১ ১৪৩১

১৭ বছর পর দেশে ফেরা বিএনপি নেতাকে গণসংবর্ধনা

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৪৭ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার

দীর্ঘ ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন উপলক্ষে লন্ডন বিএনপি'র সাবেক ক্রীড়া সম্পাদক ও আরাফাত রহমান কোকো ক্রিকেট স্মৃতি টুর্নামেন্টের কো-অর্ডিনেটর ও সাবেক শ্রীমঙ্গল কলেজ ছাত্রদল নেতা সরফরাজ আহমেদ শরফুকে বিশাল গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীমঙ্গল শহরের রেলওয়ে স্টেশন এলাকায় এ সংবর্ধনার দেওয়া হয়।

প্রাক্তন ছাত্রদল নেতা নিয়ামুল হকের সভাপতিত্বে ও সৈয়দ সালাউদ্দিনের সঞ্চালনায় অতিথি হিসেবে ছিলেন জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির সদস্য ও আরাফাত রহমান কোকো ক্রিকেট স্মৃতি টুর্নামেন্টের সদস্য মুস্তাফিজুর রহমান মামুন।

এছাড়া বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, সম্পাদক আকিদুর রহমান সোহান, সহ-সভাপতি সাইফুর রহমান শিপু, ইয়াছিন আরাফাত রবিন, মোবারক হাসান লোপ্পা।

এ সময় বিএনপি নেতা শরফু বলেন, আওয়ামী দু:শাসনের জন্য তিনি দীর্ঘ ১৭ বছর লন্ডনে থাকায় তার পিতার জানাজায়ও শরীক হতে পারেননি। 

তিনি বলেন, আগামী নির্বাচন সবচেয়ে কঠিন নির্বাচন হবে। তাই সকল গ্রুপিং ভুলে আগামী নির্বাচনে মৌলভীবাজার-৪ আসনে যিনি ধানের শীষ প্রতিক নিয়ে আসবেন তার পক্ষে কাজ করে বিজয় ছিনিয়ে আনতে হবে। 

এ এলাকার মানুষের ভাগ্যের উন্নয়নে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তিনি সবার প্রতি আহবান জানান।

এএইচ