আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে আমরণ অনশনে ২ শিক্ষার্থী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৫৪ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার

জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আমরণ অনশন করছেন করছেন ঢাবির দুই শিক্ষার্থী।
বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন শুরু করেন তারা।
অনশনে বসা দুই শিক্ষার্থীর একজন ঢাবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের (ইইই) ২০১৭–১৮ শিক্ষাবর্ষে পড়ুয়া ও ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী মো. ওমর ফারুক। অপরজন দর্শন বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষে পড়ুয়া সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী মো. আবু সাঈদ।
ওমর ফারুক ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ–সাংগঠনিক সম্পাদক এবং আবু সায়েদ সংগঠনের কর্মী বলে জানা গেছে
অনশনরত ওমর ফারুক জানান, গণহত্যার দায়ে অভিযুক্ত এই দলটা ৭ মাসেও নিষিদ্ধ হয়নি। নিষিদ্ধ করতে জটিলতা থাকলে তাদের বিচার করা হোক। বিচারটাও তো হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের কয়জন ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে? কারো সনদ বা ভর্তি কি বাতিল হয়েছে? আমরা বিচার চাই। আওয়ামী লীগ নিষিদ্ধ চাই।
অনশনরত আবু সাইদ বলেন, সিরিয়ার বাথ পার্টিকে নিষিদ্ধ করা গেলে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে সমস্যা কোথায়? যতদিন আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না, আমরা অনশন চালিয়ে যাব।
অনশনে বসা শিক্ষার্থীদের সঙ্গ দিচ্ছেন সহপাঠী ও বন্ধুরা। তাঁরা জানান, ২৪ ঘণ্টা অনশনে থাকায় ইতিমধ্যে দুই শিক্ষার্থী শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। কড়া রোদের মধ্যে কষ্ট আরও বেড়েছে। এখন পর্যন্ত কেবল বিশ্ববিদ্যালয় প্রক্টর একবার দেখে গেছেন। দেশের আর কোনো কর্তৃপক্ষ এখনও তাঁদের খোঁজ নেয়নি।
এএইচ