ঢাকা, বুধবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৫,   ফাল্গুন ৭ ১৪৩১

‘১৭ বছর ধরে বিএনপি যা বলে আসছে, আজ জাতিসংঘ তাই বলেছে’

লন্ডন প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৬ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার

বিএনপি গত ১৭ বছর ধরে যা বলে আসছে, আজ তাই জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো মিথ্যা কথা বলে না। আজ জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বলেছে, তোমরা যা বলেছিলা সেটিই সত্য। আল জাজিরা যে নিউজ করেছিল এখন দেখা যাচ্ছে সেটিও সত্য। অর্থাৎ যা কিছু বিএনপি বলে তা সত্য। বিএনপি সত্যের উপর কথা বলে। সেটি আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। জাতিসংঘের প্রতিবেদনের পর আন্তর্জাতিক আদালত বা দেশিয় আদালতে আওয়ামী লীগের মুখ রক্ষা করার আর কিছুই থাকেনি। আজ সেটি প্রমাণিত।

তিনি বলেন, স্বৈরাচারী হাসিনা বারবার বলতেন, উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন। মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করেছেন। কিন্তু লাভের লাভ এটুকু হয়েছে- প্রতিবছর ১৬ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে। হাসিনা মধ্যম আয় করতে গিয়ে বাংলাদেশের প্রত্যেক মানুষের ঘাড়ের উপর ৫ হাজার ডলার করে ঋণ দিয়ে গেছে। দেশের অর্থনীতি ফোকলা হয়ে গেছে। শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে। দলীয়করণ করতে করতে দেশের সাংবিধানিক কোনও প্রতিষ্ঠান কাজ করতে পারে না। নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন দিতে পারে না। দিনের ভোট রাতে হয়, কোনও কথা বলে না। ভোটরবিহীন নির্বাচন হয়, বলে ৮০-৯০ শতাংশ ভোট পড়েছে। আমি আর ড্যামি দিয়ে নির্বাচন করলেন।

ডা. জাহিদ আরও বলেন, ব্যাংকের ৮০০ কোটি টাকা চুরি হয়ে গেলো। কেউ জানে না। সাগর রুনির প্রতিবেদন ১২০ বাবর পিছিয়েছে। আর এখন বেবিয়ে আসছে, তারা কেন খুন হয়েছে। তাদের হত্যা করা হয়েছে। কাদেরকে বাঁচানোর জন্য? নিজে বাঁচার জন্য। আমরা এতোদিন বলেছি, অনেক মানুষ বিশ্বাস করেছে অনেকে করেনি। কিন্তু সত্যের যে ঘণ্টা সেটা তো বাজবেই। জাতিসংঘও তার প্রতিবেদনে আজ সেই কথা বলছে। আওয়ামী লীগ তো সেই দল, মায়ের পেটের শিশুকেও গুলি করে মেরেছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ঘটনা কারা ঘটিয়েছে, সেজন্য ছাত্রদলের পক্ষ থেকে কমিটি গঠন করে দেয়া হয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, গঠিত কমিটি জানাবে সেখানে কারা ঘটনা ঘটিয়েছে। কারা আগে উস্কানি দিয়েছিল। আমরা সেদিকে যেতে চাই না। আমাদের বক্তব্য হচ্ছে, আমরা ঐক্যচাই। আমরা স্বৈরাচারের পতন চাই। আমরা প্রথম দিনেই বলেছিলাম, যারা স্বৈরাচর তাদের বিচার করতে হবে। যাদের হাতে রক্ত আছে তাদের বিচার করতে হবে।

বিএনপির উপর বারবার জুলুম নির্যাতন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির ভয় পাওয়ার কিছুই নেই। বিএনপি আন্দোলন সংগ্রাম, প্রতিকূলতা সংগ্রামের মাঝে কীভাবে সাতরাতে হয়, কীভাবে ঘুরে দাঁড়াতে হয় তার জানে।

যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্বে করেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির উদ্দিন শাহিন। 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারপারশনের উপদেষ্টা মাহিদুর রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, ইউরোপ ও যুক্তরাজ্য জিয়াউর রহমান ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর কামাল উদ্দিন প্রমুখ।

এএইচ