ঢাকা, বৃহস্পতিবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৫,   ফাল্গুন ১৫ ১৪৩১

বেলিংহ্যামকে লাল কার্ড দেওয়া সেই রেফারিকে মৃত্যুর হুমকি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৪৩ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার

রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার জুড বেলিংহ্যামকে লাল কার্ড দেখানোর পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনবরত মৃত্যু হুমকি পাচ্ছেন রেফারি হোসে মুনুয়েরা মন্টেরো। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রীতিকর আচরণের শিকার হচ্ছেন তিনি।  বাদ যাচ্ছে না তার পরিবারও। 

এই ঘটনায় স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) নিন্দা জানানোর পাশাপাশি উদ্বেগও প্রকাশ করেছে।

আরএফইএফ এক বিবৃতিতে বলেছে, ‘পেশাদার রেফারিরা এই জঘন্য ঘটনায় (মৃত্যু হুমকি) মন্টেরোর পাশে দাঁড়িয়েছে। আক্রমণগুলোতে ঘৃণা ও মৌখিক সহিংসতা যুক্ত। মনে রাখতে হবে, আমরা প্রতি সপ্তাহান্তে আমাদের পেশাগত কাজ করি। এমন হুমকি দুঃখজনক, অনেক ক্ষেত্রে শারীরিক সহিংসতায় পরিণত হয়।’

সম্প্রতি ওসাসুনার বিপক্ষে ম্যাচে অশ্রাব্য গালির অভিযোগে জুড বেলিংহ্যামকে লাল কার্ড দিয়েছিলেন মুনুয়েরা মন্টেরো। কিন্তু ইংলিশ মিডফিল্ডারের দাবি, গালি দিলেও সেটা রেফারিকে উদ্দেশ্য করে ছিল না।

এই বিতর্ক নিয়ে বেলিংহ্যাম পরে বলেন, ‘সে মনে করেছে আমি অসম্মানজনক কিছু বলেছি। কিন্তু বিশ্বাস করুন, সেরকম কিছু নয়। এখানে ভুল বোঝাবুঝি হয়েছে।’

৩৯ মিনিটে বেলিংহ্যামের লাল কার্ড পাওয়ার ওই ম্যাচে এগিয়ে থাকা সত্ত্বেও ১০ জনের দল নিয়ে রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত জিততে পারেনি। ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। এই ড্র এবং রায়ো ভায়েকানোর বিপক্ষে বার্সেলোনার জয়ে টেবিলের দুই নম্বরে নেমে গেছে মাদ্রিদের ক্লাবটি। অথচ ওসাসুনা ম্যাচের আগে শীর্ষস্থানটি তাদের দখলে ছিল।

লাল কার্ড পাওয়ায় বেলিংহ্যাম লা লিগায় কয়েকটি ম্যাচ মিস করতে পারেন। যা রিয়ালের জন্য বিপাকে পড়ার মতোই। এই অবস্থায় তোপের মুখে পড়েছেন রেফারি মন্টেরো। 

এমবি//