ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল-জরিমানা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৪৫ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে জনপ্রিয় ফেসবুক। জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে এই সোশ্যাল মিডিয়াটি। ব্যক্তিগত যোগাযোগ থেকে শুরু করে নানা বিষয়ে মতামত তুলে ধরা হয় এই মাধ্যমে। তবে ফেসবুকে এমন কিছু পোস্ট, কমেন্ট বা ভিডিও শেয়ার করলে বিপদসহ আইনি ঝামেলায় পড়ার ঝুঁকি রয়েছে। প্রমাণ হলে জেল, জরিমানা দুই-ই হতে পারে।
জেনে নিন কোন ধরনের পোস্ট থেকে পড়তে পারেন বিপদে।
আপত্তিকর বা উসকানিমূলক পোস্ট
জাতীয় বা সাম্প্রদায়িক ভাবাবেগকে আঘাত করে এমন পোস্ট করে ফেললে কিন্তু ইউজারের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের নানা ধারায় মামলা রুজু হতে পারে। এই ধরনের পোস্টকে সাইবার অপরাধ হিসেবে ধরা হয়। কাজেই এই ধরনের বিষয় শেয়ার করা তো বটেই, কোনও ধরনের কমেন্ট করার ক্ষেত্রেও সাবধান থাকতে হবে।
প্রাইভেসি লঙ্ঘন
ফেসবুকে কারও ছবি, ভিডিও তাঁর অনুমতি না নিয়ে পোস্ট কারও বিপজ্জনক হতে পারে। অভিযোগ প্রমাণ হলে জেল, জরিমানা দুই-ই হতে পারে। তাই কারও অনুমতি না নিয়ে তাঁর ছবি বা ভিডিও শেয়ার করবেন না। তাছাড়া কারও ব্যক্তিগত তথ্য যথা ফোন নম্বর, ঠিকানা বা ব্যাঙ্ক ডিটেইলস শেয়ার করাও একই রকম অন্যায়। এই ধরনের কার্যকলাপ থেকে সতর্ক হোন।
ফেক প্রোফাইল
অন্য কোনও ব্যক্তির নাম, ছবি বা তথ্যের ব্যবহার করে 'ফেক' অ্যাকাউন্ট শেয়ার করলে কিন্তু বিপদকে আমন্ত্রণ জানিয়ে বসবেন। তথ্যপ্রযুক্তি আইনে দোষী সাব্যস্ত হলে জেল হতে পারে। দিতে হতে পারে জরিমানাও।
মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো
সামাজিক ও রাষ্ট্রীয় অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে মিথ্যা তথ্য বা গুজব ছড়ানো শাস্তিযোগ্য অপরাধ। যেমন- ভুয়া সংবাদ বা ভিডিও পোস্ট করা, কোনো প্রাকৃতিক দুর্যোগ বা জাতীয় সংকটের সময় ভুয়া তথ্য প্রচার। তাই যে কোনো নিউজ শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করে নেবেন।
এএইচ