ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫,   ফাল্গুন ২২ ১৪৩১

ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি সীমিত করেছে বিটিআরসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৫৮ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার

বাংলাদেশের ইন্টারনেট খাতে ভারত-নির্ভরতা কমাতে এবং ব্যান্ডউইথ আমদানিতে ভারসাম্য আনতে নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী ১ মার্চ থেকে ভারত থেকে ৫০ শতাংশের বেশি ব্যান্ডউইথ সঞ্চালন করতে পারবে না আইআইজি প্রতিষ্ঠানগুলো।

বর্তমানে বাংলাদেশের ব্যান্ডউইথ ব্যবহারের প্রায় ৬০ শতাংশ আইআইজি কোম্পানিগুলো ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল কেবল (আইটিসি) কোম্পানিগুলোর মাধ্যমে ভারত থেকে আমদানি করে থাকে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)র নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ মার্চ থেকে আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অপারেটরগুলো আন্তর্জাতিক টেরিস্ট্রিয়াল ক্যাবল (আইটিসি) অপারেটরদের মাধ্যমে সর্বোচ্চ ৫০ শতাংশ ট্রাফিক সঞ্চালিত করতে পারবে। অর্থাৎ কোনো (আইআইজি) অপারেটর তাদের মোট ইন্টারনেট ব্যান্ডউইথের ৫০ শতাংশের বেশি আন্তর্জাতিক টেরিস্ট্রিয়াল ক্যাবলের (আইটিসি) মাধ্যমে আনতে পারবে না।

বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী বলেন, নিয়ন্ত্রক সংস্থা ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি আরও কমিয়ে ৩০ শতাংশে নামিয়ে আনতে চায়, একই সঙ্গে বিএসসিপিএলসি-এর মাধ্যমে সাবমেরিন কেবল থেকে সরবরাহ বাড়িয়ে ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়েছে। বাকি ১০ শতাংশ স্যাটেলাইটের মাধ্যমে সরবরাহ করা হবে বলে জানান তিনি।

বিটিআরসির নথি অনুসারে, আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) নির্দেশিকা সংশোধনের মাধ্যমে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সংশোধিত কাঠামোর আওতায়, আইআইজি অপারেটররা তাদের মোট ব্যান্ডউইথের ১০ শতাংশ পর্যন্ত স্যাটেলাইট আর্থ স্টেশন/ভিএসএটি-এর মাধ্যমে ব্যাকআপ ক্যাপাসিটি হিসেবে রাখতে পারবে, যতক্ষণ না বিকল্প লং ডিসটেন্স কমিউনিকেশন (আইএলডিসি) রুট পাওয়া যায়।

অপারেটরদের অবশ্যই সার্ভিস লেভেল এগ্রিমেন্ট (এসএলএ) মেনে চলতে হবে এবং স্যাটেলাইটের মাধ্যমে ব্যাকআপ ব্যান্ডউইথ নিশ্চিত করতে বিটিআরসির পূর্ব অনুমোদন নিতে হবে।

বিটিআরসির এক সূত্র জানিয়েছে, ভবিষ্যতে ভারত হয়ে প্রবাহিত ব্যান্ডউইথের হার আরো কমানোর পরিকল্পনা রয়েছে। নতুন নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে দেশীয় অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে এবং কৌশলগত নিরাপত্তাও জোরদার হবে।

এতদিন সামিটসহ ছয়টি আইটিসি অপারেটর ভারত হয়ে ব্যান্ডউইথ এনে ব্যবসা করলেও সরকার রাজস্ব পেত নামমাত্র। কারণ সাবমেরিন ক্যাবলের ক্ষেত্রে রেভিনিউ শেয়ারিং হার ৩ শতাংশ হলেও আইটিসি অপারেটরদের জন্য ছিল মাত্র ১ শতাংশ!

এএইচ