ঢাকা, শনিবার   ২২ ফেব্রুয়ারি ২০২৫,   ফাল্গুন ১০ ১৪৩১

ছাত্ররাজনীতি নিষিদ্ধ হলে তার দায় ছাত্রদলের: শিবির সভাপতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৫৬ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ জাহিদুল ইসলাম বলেছেন, কোনো ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ হলে তার জন্য দায়ী থাকবে ছাত্রদল। 

আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

এসময় ছাত্রদলকে চ্যালেঞ্জ করে তিনি আরও বলেন, আসুন আপনাদের কর্মসূচি জনসম্মুখে প্রকাশ করুন। 

তবে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিপক্ষে মত দেন তিনি।

ছাত্রদলকে বিভাজন সৃষ্টিকারী ও মিথ্যাচারের রাজনীতি পরিহার করে ছাত্রবান্ধব, গঠনমূলক ও কল্যাণমুখী রাজনীতি করার আহ্বানও জানান শিবির সভাপতি।

খুলনা মহানগরী ছাত্র শিবিরের সভাপতি মো. আরাফাত হোসেন মিলন মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।

এএইচ