ঢাকা, শনিবার   ২২ ফেব্রুয়ারি ২০২৫,   ফাল্গুন ১০ ১৪৩১

এম. সি কলেজে হামলাকারীদের দ্রুত বিচারের দাবিতে জাবিতে বিক্ষোভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২২ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার

সিলেটের এম. সি কলেজের এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে হামলায় জড়িয়ে দ্রুত বিচারের আওতায় দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিল শুরু হয়। পরে তা শহীদ মিনার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনের রাস্তা ঘুরে পুনরায় বটতলায় এসে সংক্ষিপ্ত সভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী সুয়াইব হাসানের সঞ্চালনায় বক্তারা বক্তব্য রাখেন। এসময় ৪৮ ব্যাচের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইয়েদা শাঁওলি বলেন, গত স্বৈরাচারের আমলে আমরা দেখেছি ছাত্রলীগ কীভাবে ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসের রাজনীতি করেছে। ০৫ আগস্টের পরবর্তী সময়ে ছাত্রদল ও ছাত্র শিবির সেই একই ধরনের রাজনীতি শুরু করেছে। আমরা ইন্টেরিম গভমেন্টকে বলব দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এদেরকে শক্ত হাতে দমন করুন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব তৌহিদ মোহাম্মদ সিয়াম বলেন, ৫ আগস্টের পরে এই বাংলাদেশ আমরা দেখতে চাই নাই। ৫ আগস্ট সবাই কাঁধে কাঁধ মিছিলে যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে স্বৈরাচার শেখ হাসিনা বিপক্ষে আমরা নেমেছিলাম, আজ দেখছি তারাই যেভাবে ছাত্রলীগ হামলা করেছে একই ভাবে তারাও হামলা করছে। কুয়েটে ছাত্রদল, এমসি কলেজে ছাত্রশিবির, তামিরুল মিল্লাতে আবার ছাত্রদল তারা একই কায়দায় হামলাগুলো করছে। আপনারা আবারও পেশীশক্তির প্রয়োগ করলে এই ছাত্রসমাজ মেনে নিবে না।

গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু বলেন, দীর্ঘ ১৬ বছর দানবীয় শক্তি দ্বারা আমরা শাসিত হয়েছিলাম। সকলের সম্মিলিত শক্তিতে এই ফ্যাসিস্টকে তাড়াতে সক্ষম হয়েছিলাম। যে আশা ও স্বপ্ন নিয়ে রাজপথে নেমেছিলাম মাত্র ৭ মাসেই ছাত্র সংগঠনগুলোর কার্যকলাপ আমাদেরকে ব্যতীত করছে । ছাত্রশিবির আজ সিলেটের এমসি কলেজের এক শিক্ষার্থীকে আহত করেছে৷ গত একদিন আগে দেখেছেন কুয়েটে ছাত্রদল কর্তৃক শিক্ষার্থীরা কীভাবে আহত হয়েছে। আপনাদেরকে সুযোগ দিচ্ছি এমন নোংরা রাজনীতি আমাদেরকে দেখাবেন না। সবার প্রতি আহ্বান সবাই কাঁধে কাঁধ রেখে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সুন্দর রাখার জন্য কাজ করি।

প্রসঙ্গত, ফেসবুকে মন্তব্যের জেরে সিলেটের এমসি কলেজ (মুরারিচাঁদ) আনজুমানে তালামীযে ইসলামিয়ার এক নেতাকে রড দিয়ে পেটানোর অভিযোগ উঠে। মারধরের ঘটনায় অভিযুক্তরা শিবির-নেতাকর্মী দাবি ভুক্তভোগীর। তবে হামলার দায় অস্বীকার করে বিবৃতি দিয়েছে ছাত্রশিবির।

এসএস//