ঢাকা, শনিবার   ২২ ফেব্রুয়ারি ২০২৫,   ফাল্গুন ১০ ১৪৩১

আ.লীগ বাদে যে কোন দলের সঙ্গে ঐক্যে রাজি খেলাফত মজলিস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:০৬ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার | আপডেট: ০৩:০৬ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্য যে কোন রাজনৈতিক দলের সঙ্গে খেলাফত মজলিস ঐক্য গড়তে রাজি আছে বলে জানিয়েছেন সংগঠনটির আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে জেলা ও মহানগর শাখার কর্মী সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, যে কোন দলের নিজস্ব মতাদর্শ থাকতে পারে। তবে দেশ, স্বাধীনতা ও স্বার্বভৌমত্বের স্বার্থে সবাইকে এক থাকতে হবে। কারো মধ্যে কোনো ধরনের বিভেদ থাকা চলবে না। তাই দেশ ও জাতির বৃহৎ স্বার্থে আমরা ঐক্য চাই।

তিনি বলেন, দেশের সব ইসলামী দলগুলো একটি প্লাটফর্মে এসে একটি প্রতীক নিয়ে নির্বাচন করলে ভোটাররাও স্বাচ্ছন্দের সঙ্গে ভোট দিতে পারবেন।

এমবি//