ঢাকা, রবিবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৫,   ফাল্গুন ১০ ১৪৩১

নাটোরে চলন্ত বাসে শ্লীলতাহানি, ওসি প্রত্যাহার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩০ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার

যাত্রীবাহী বাসে ডাকাতি ও নারী যাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ না নেওয়াসহ দায়িত্বে অবহেলার অভিযোগে নাটোরের বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামকে পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান বড়াইগ্রাম থানা পরিদর্শনে এসে সিরাজুল ইসলামকে পুলিশ লাইনসে প্রত্যাহার করেন।

ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানীর ঘটনায় ভুক্তভোগীরা থানায় সেবা নিতে গিয়ে সেবা না পাওয়ার অভিযোগ করেন। এছাড়াও বিষয়টি তিনি (ওসি) সঠিক সময়ে তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাননি। পুলিশের কাছে সেবা না পাওয়া দায়িত্ব অবহেলা। এ কারণে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামকে বিষয়টির কৈফিয়ত চাওয়া হয়েছে এবং সাময়িকভাবে তাঁকে নাটোর পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে।

বিষয়টি তদন্ত করা হবে উল্লেখ করে ডিআইজি বলেন, তদন্তে অভিযুক্ত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনার তিনদিন পর মামলা হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুর থানায় বাসের এক যাত্রী মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন মামলার তথ্য নিশ্চিত করেছে বলেন, সকালে বাসযাত্রী নাটোরের বড়াইগ্রাম উপজেলার ওমর আলী বাদী হয়ে এই ঘটনায় একটি মামলা করেছেন। এতে অজ্ঞাত ৮ থেকে ৯ জনকে আসামি করা হয়েছে।

এর আগে সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীগামী ইউনিক রোড রয়েলসের ‘আমরি ট্রাভেলসের’ একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। চলন্ত বাসে প্রায় তিন ঘণ্টা ধরে ডাকাতি শেষে একই জায়গায় বাসটি ঘুরিয়ে নিয়ে গিয়ে ভোর ৪টার দিকে ডাকাতরা নেমে যায়। এ সময় ডাকাতি ছাড়াও নারী যাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ তোলেন যাত্রীরা।

ডাকাতির ঘটনায় বাসের সুপারভাইজার, চালক ও চালকের সহকারীকে আটক করে পুলিশ। পরে ৫৪ ধারায় আদালতে তোলা হলে তারা জামিনে মুক্তি পান।

এসএস//