ঢাকা, রবিবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৫,   ফাল্গুন ১১ ১৪৩১

‘বিডিআর হত্যাকাণ্ডের সাথে সোহেল তাজ জড়িত’ অভিযোগ ইলিয়াসের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:০৩ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার

প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন তার অফিশিয়াল ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে বলেছেন, বিডিআর হত্যাকাণ্ডের সাথে সোহেল তাজ জড়িত থাকার সম্ভাবনা আছে৷ ইলিয়াস বলেন, সেনা সূত্রে এই তথ্য আমি জানতে পেরেছি। তাই সে যেন আপাতত দেশের বাইরে যেতে না পারে৷

প্রসঙ্গত যে, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিদ্রোহের নামে এক কলঙ্কিত হত্যাকাণ্ড হয় পিলখানায়। তবে সে সময় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ আমেরিকায় অবস্থান করছিলেন।

এর আগে বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে সোহেল তাজ জানিয়েছেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়ে বলেছিলেন ‘আমেরিকায় বসে তুমি বেশি বুইঝো না। আমি দেখতেছি।’

তিনি আরও  জানান, যুক্তরাষ্ট্রে বসে যখন ঘটনার খবর পান তখনই তিনি পুলিশের আইজি’র সঙ্গে যোগাযোগ করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। তৎকালীন প্রধানমন্ত্রী তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়েছিলেন বলে জানান তিনি।

সোহেল তাজ ওই সময়ে ঘটনা প্রবাহের বর্ণনা দিয়ে বলেন, বিডিআর বিদ্রোহের সঙ্গে কিছু মহল আমাকে জড়াতে চেষ্টা করেছে। এরকম নিকৃষ্ট একিউজিশন খুবই দুঃখজনক। একজন নিরীহ নিরপরাধ মানুষকে এমন একটা কালিমা দেওয়া ঠিক না।

বিডিআর বিদ্রোহের নেপথ্য কী ছিল? এ প্রশ্নে তিনি বলেন, `মন্ত্রী থাকাকালীনই আমি কিছু দেখিনি, কিছুই টের পেতাম না। কোথা দিয়ে কি চলে যাচ্ছে, কী হয়ে যাচ্ছে কিছুই জানতাম না। আর দায়িত্ব ছাড়ার পর আর কিছু দেখার বা জানার সুযোগ ছিল না।’

এরও আগে সোহেল তাজ ১৫ই আগস্ট এক ফেসবুক পোস্টে বলেছেন, সত্য বলার সময় এসেছে। সত্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। পিলখানা হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। একজন মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার আত্মসম্মান আর মর্যাদা এবং সত্যই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার আর ঢাল।

এসএস//