ঢাকা, সোমবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৫,   ফাল্গুন ১১ ১৪৩১

অস্ত্রসহ কিশোরগ‍্যাংয়ের দুই সদস‍্য গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৪০ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার

সাভারের ভাকুর্তা এলাকায় অভিযান চালিয়ে ধারালো অস্ত্রসহ কিশোরগ‍্যাংয়ের দুই সদস‍্যকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার দিবাগত গভীররাতে তাদের গ্রেফতার করা হয়। 

সাভার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল মিঞা জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে ভাকুর্তা এলাকার শ‍্যামলি নয়ারচর থেকে স্থানীয়রা ফোন করে ৪ অস্ত্রধারীর অবস্থান সম্পর্কে জানায়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ধারালো অস্ত্রসহ কিশোরগ‍্যাংয়ের দুই সদস‍্য মোঃ তুহিন (২০) ও মোঃ সিহাব (১৭)কে আটক করে। 

পরে তাদের নামে মামলা দায়ের করে আজ আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত তুহিন ভোলার তজুমদ্দিনের গোলকপুর গ্রামের মোঃ কামালের ছেলে ও সিহাব লালমোহনের ফরাশগঞ্জ গ্রামের হযরত আলীর ছেলে। 

তারা উভয়ই ঢাকার মোহাম্মদপুর এলাকায় বসবাস করতো। 

এএইচ