ঢাকা, সোমবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৫,   ফাল্গুন ১১ ১৪৩১

আদালতে মামলার বাদীকে পিটিয়ে আইসিউতে পাঠাল আসামিরা

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ০৪:৩৪ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার

কুমিল্লায় আদালতে সুমন মিয়া নামে মামলার বাদীকে পিটিয়ে আহত  করেছে আসামীরা। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা আদালত প্রাঙ্গনে এ ঘটনা ঘটে। 

আটককৃতরা হলেন মতিন মিয়া ও সাদ্দাম হোসেন।

আহত সুমনের বড় বোন জানান, গেলে ১৫ ফেব্রুয়ারি মারামারির ঘটনায় তাদের প্রতিবেশী মতিন মিয়া ও সাদ্দাম হোসেনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। আজ সকালে আসামিরা জামিন চাইতে এলে মামলার বাদী সুমনকে সামনে পেয়ে বেধড়ক পেটান তারা। এ সময় সুমন অচেতন হয়ে পড়ে। 

পরে স্থানীয়রা আহত সুমনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। 

দায়িত্বরত চিকিৎসক জানান, সুমনের অবস্থা আশংকাজনক। তাকে আইসিউতে নেয়া হয়েছে।

এএইচ