ঢাকা, মঙ্গলবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৫,   ফাল্গুন ১২ ১৪৩১

নিউজিল্যান্ডকে ২৩৭ রানের টার্গেট দিতে পারল বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৩০ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার

এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে টিকে থাকতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। নাজমুল হোসেন শান্তর ফিফটিতে ভর করে নিউজিল্যান্ডকে ২৩৭ রানের টার্গেট দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

টস হেরে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। শুরুতে কিছুটা ধুঁকতে থাকেন টাইগার অধিনায়ক। তবে এরপর রানের গতি বাড়াতে থাকেন তিনি।

অন্যদিকে বেশ সাবলীলভাবে ব্যাট করতে থাকেন তানজিদ তামিম। উদ্বোধনী জুটিতে ৪৫ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার। তবে ২৪ বলে ২৪ রান করে সাজঘরে ফিরে যান এই টাইগার ওপেনার।

তানজিদ তামিমের বিদায়ের পর ক্রিজে এসে ভালো শুরু পর আউট হন মেহেদী হাসান মিরাজ। ১৪ বলে ১৩ রান করা মিরাজ উইল ও’রুর্কের বলে মিড–অনে ক্যাচ দেন মিচেল স্যান্টনারকে।

এরপর আগের ম্যাচে সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন শান্ত। তবে সুবিধা করতে পারেননি হৃদয়। দলীয় ১০৫ রানে ২৪ বলে ৭ রান করে সাজঘরে ফিরে যান তিনি। এই ম্যাচ ব্যর্থ হন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। ৫ বলে মাত্র ২ রান করে সাজঘরে ফিরে যান তিনি। 

এরই মাঝে একপ্রান্ত আগলে রেখে ৭১ বলে ফিফটি তুলে নেন শান্ত। অন্যদের মতো ব্যর্থ হয়েছেন মাহমুদউলাহ রিয়াদ। দলীয় ১১৮ রানে ১৪ বলে ৪ রান করে আউট হন তিনি। এরপর জাকের আলী অনিককে সঙ্গে নিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন শান্ত। ৪৫ রানের জুটি গড়েন তারা।

তবে দলীয় ১৬৫ রানে ১১০ বলে ৭৭ রান করে সাজঘরে ফিরে যান শান্ত। এরপর ক্রিজে এসে রিশাদ হোসেন আগ্রাসী শুরু করলেও তা ধরে রাখতে পারেননি। ২৫ বলে ২৬ রান করে ফিরে যান তিনি। 

শেষ দিকে জাকের আলীর ৫৫ বলে ৪৫ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। 

নিউজিল্যান্ডের পক্ষে মাইকেল ব্রেসওয়েল নেন ৪টি উইকেট। 

এএইচ