ঢাকা, মঙ্গলবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৫,   ফাল্গুন ১৩ ১৪৩১

সাজেক ভ্যালিতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৫ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার

রাঙ্গামাটি জেলার সাজেকে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্ল্যাহ।

তিনি জানান, এ তদন্ত কমিটি আগামী ৭ দিনের মধ্যে সাজেকে অগ্নিকাণ্ডের কারণ উদ্‌ঘাটন, এ জাতীয় দুর্ঘটনা প্রতিরোধ কল্পে সুপারিশ প্রেরণ করবেন।

কমিটি কাজের স্বার্থে এক বা একাধিক সদস্য কো-অপ্ট করতে পারবে।

সাজেকে অবস্থানরত পর্যটকদেরকে গতকাল নিরাপদে সরিয়ে নিয়ে আসা হয়েছে। আজ সকালেও কিছু কিছু পর্যটক সাজেক ত্যাগ করেছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

রাঙ্গামাটি জেলা প্রশাসনের স্থানীয় সরকার উপ-পরিচালককে আহ্বায়ক ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সদস্য সচিব এবং বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার, রাঙ্গামাটি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ও দীঘিনালা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী সদস্য করে ৫ সদস্যের এ তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন।

এ ছাড়া আজ ২৫ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্রমণের পর্যটকদের নিরুৎসাহিত সংক্রান্ত নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন।

উল্লেখ্য, গতকাল সোমবার দুপুরে সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় শতাধিক রিসোর্ট, কটেজ, দোকান ও বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। 

এএইচ