ঢাকা, মঙ্গলবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৫,   ফাল্গুন ১৩ ১৪৩১

সুপ্রিম কোর্টে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:১২ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার

পূর্ব-ঘোষিত ‘মার্চ টু কোর্ট’ কর্মসূচি অনুযায়ী ঢাকার শিক্ষানবিশ বা ইন্টার্ন চিকিৎসক এবং ও বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে সুপ্রিম কোর্টের প্রধান ফটকে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেছেন।

আজ মঙ্গলবার তারা অ্যাটর্নি জেনারেলের কাছে স্মারকলিপি জমা দিতে আসেন।

দুপুর সোয়া ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে হাইকোর্ট অভিমুখে পদযাত্রা শুরু করেন। পদযাত্রায় অংশ নেন বেশ কয়েকজন চিকিৎসকও। সাড়ে ১২টার দিকে সুপ্রিম কোর্টের ফটকে পুলিশ তাদের আটকে দেয়।

তাদের মূল দাবি, 'ডাক্তার' পদবি শুধু এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারীদের জন্য সীমিত রাখা।

দেশের চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের ইন্টার্ন চিকিৎসকরাও একই দাবিতে বিক্ষোভ করেছেন। এই দাবিতে তারা ‘একাডেমিক শাটডাউন’ ও কর্মবিরতি পালন করায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।

চিকিৎসকদের সংগঠন ডক্টর’স মুভমেন্ট ফর জাস্টিসের সভাপতি জাবির হোসেন গতকাল এ ব্যাপারে বলেন, “আমরা কষ্ট করে পাঁচ বছর এমবিবিএস ডিগ্রি করি। আর কেবল বিভিন্ন মেয়াদি কোর্স করেই তারা ডাক্তার হতে চায়।”

২০১৩ সালে মেডিকেল সহকারীরা 'ডাক্তার' উপাধি ব্যবহারের অধিকার চেয়ে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন। এই রিটের ব্যাপারে আজ হাইকোর্ট আদেশ দেবে বলে জানা গেছে।

এএইচ