ঢাকা, বৃহস্পতিবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৫,   ফাল্গুন ১৫ ১৪৩১

বাংলাদেশ-পাকিস্তানের নিয়ম রক্ষার ম্যাচ আজ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৭ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ নিয়ম রক্ষার ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে জিতলেও বাংলাদেশকে ফিরতে হবে দেশে, আর পাকিস্তান জিতলেও তারা হয়ে যাবে শুধুই দর্শক। কেননা দুই দলই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দুই ম্যাচেই পরাজয়ের মুখ দেখে টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়েছে। 

আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিকাল ৩টায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান। নিয়মরক্ষা কিংবা মান সম্মানের লড়াইটি বসবে রাওয়ালপিন্ডিতে।

যদিও রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ মাঠে নামার সুযোগ পাবে কি না সেটাও এক বড় প্রশ্ন। নিয়মরক্ষার এই ম্যাচের আগে বাংলাদেশ ও পাকিস্তান দুই দলকেই তাকিয়ে থাকতে হচ্ছে আকাশের দিকে। 

বেশ কিছুদিন ধরেই রাওয়ালপিন্ডিতে ব্যাপক আকারের বৃষ্টিপাত চলছে। আজও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখানো হয়েছে ৮৮ শতাংশ।  আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১২ ডিগ্রি। বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৫ থেকে ২২ কিলোমিটার। এদিন সর্বোচ্চ ৯.৯ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ঘণ্টার হিসাবে ৩.৫ ঘণ্টার মতো। তাতে অবশ্য ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার সম্ভাবনা কম।

রাওয়ালপিন্ডির পিচ এখনো কভার দিয়ে ঢাকা রয়েছে। আবহাওয়ার কারণে স্বাগতিক পাকিস্তান দলও পূর্ণ অনুশীলন করতে পারেনি। তারা কেবল হালকা গা গরম ও ফুটবল খেলার মাধ্যমে নিজেদের প্রস্তুত রাখার চেষ্টা করেছে।

যা কিছুই হোক, বাংলাদেশ-পাকিস্তানের তাতে কিছু যায় আসে না। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে পা রাখা টুর্নামেন্টে যে পরিণতি হলো, তাতে শেষ ম্যাচটা না খেললেই বোধ হয় বেঁচে যায় দুই দল।

এই ম্যাচ পরিত্যক্ত হলেও  সেমিফাইনালের সমীকরণে অবশ্য তার কোনো প্রভাব পড়বে না। দুই ম্যাচ জিতে এই গ্রুপ থেকে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড। সেই সঙ্গে গ্রুপের অপর দুই দল বাংলাদেশ ও পাকিস্তানের বিদায় নিশ্চত হয়ে গেছে।

তবে, যাই হোক শেষটা ভালো করতে মরিয়া দুই বিদায়ী। মোহাম্মদ রিজওয়ানের চাওয়া হারানো আত্মবিশ্বাস এবং নাজমুল হোসেন শান্তর নজর বিশেষ কিছুতে। আগেভাগে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে জয়ের জন্য নিজেদের সেরাটা দিতে চান শান্ত।

যদিও, পরিসংখ্যান পাকিস্তানের পক্ষে। এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে ৩৯ বার মুখোমুখি হয়েছে দুদল। এর মধ্যে বাংলাদেশ মাত্র পাঁচটিতে জিতেছে এবং ৩৪টিতে হেরেছে। গত পাঁচ বছরে মাত্র চার ম্যাচে মুখোমুখি হয়েছে দুদল। শেষ পাঁচ ম্যাচের ২টিতে বাংলাদেশ এবং পাকিস্তান ৩টিতে জয় পেয়েছে।

এদিকে, এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে টাইগার একাদশে আসতে পারে একটি পরিবর্তন। গেল দুই ম্যাচে ব্যাট হাতে রান পাননি মুশফিকুর রহিম। পরপর দুই ম্যাচে ব্যর্থ হওয়ায় পাকিস্তানের বিপক্ষে দল থেকে বাদ পড়তে পারেন তিনি। ফলে তার জায়গায় ওপেনার সৌম্য সরকারকে আবার ফিরিয়ে আনা হতে পারে একাদশে।

সেক্ষেত্রে আজ আবার ওয়ানডাউনে ফিরে যাবেন অধিনায়ক শান্ত। মিরাজকে দেখা যাবে চার নাম্বারে। মাহমুদউল্লাহ রিয়াদ নামবেন তার আইসিসি ইভেন্টের শেষ ম্যাচটা খেলতে। তিন পেসার হিসেবে যথারীতি থাকছেন তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং মুস্তাফিজুর রহমান।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, এবং মুস্তাফিজুর রহমান।


এমবি//