ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫,   ফাল্গুন ১৯ ১৪৩১

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হলো সাংবাদিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:০৯ পিএম, ২ মার্চ ২০২৫ রবিবার

হোয়াইট হাউসের ওভাল অফিসের বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সঙ্গে নজিরবিহীন বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একপর্যায়ে জেলেনস্কিকে হোয়াইট হাউস ত্যাগ করতে বলা হয়। এ সময় সাংবাদিকদের সঙ্গেও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। যা আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচিত হচ্ছে।

জানা গেছে, রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা তাস-এর একজন সাংবাদিক ওভাল অফিসে প্রবেশের অনুমতি পেলেও বার্তা সংস্থা এপি এবং রয়টার্সের সাংবাদিকদের প্রবেশাধিকার দেওয়া হয়নি। 

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানান, প্রেস পুলের জন্য অনুমোদিত মিডিয়া তালিকায় তাস-এর নাম ছিল না। বিষয়টি নজরে আসার পরপরই প্রেস সেক্রেটারি ওই সাংবাদিককে ওভাল অফিস থেকে বের করে দেন।

কর্মকর্তা বলেন, প্রেস কনফারেন্সের জন্য অনুমোদিত তালিকায় তার নাম নেই। সম্প্রতি ট্রাম্পের মন্ত্রিসভার প্রথম বৈঠক কভার করতে এপি, রয়টার্সসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

এসএস//