ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫,   ফাল্গুন ১৯ ১৪৩১

ওবায়দুল কাদেরের ‘মারা’ যাওয়ার খবর, যা জানা গেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৬ এএম, ৩ মার্চ ২০২৫ সোমবার | আপডেট: ০৯:৪৮ এএম, ৩ মার্চ ২০২৫ সোমবার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ‘মারা’ গেছেন এমন দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ইলেকট্রনিক গণমাধ্যমের তিনটি ফটোকার্ড। তবে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে প্রচারিত এসব ফটোকার্ডের তথ্য মিথ্যা ও ভুয়া।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ওই গণমাধ্যমগুলো তাদের ওয়েবসাইটে কোনো সংবাদ কিংবা ফেসবুক পেজে কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডগুলো প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডগুলোতে উল্লিখিত দাবিগুলোর সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক একাধিক কি ওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে ওই দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি। পরবর্তীতে আলোচিত ফটোকার্ডগুলো পৃথকভাবে যাচাই করেও কোনো সত্যতা পায়নি রিউমর স্ক্যানার।

পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি।

রিউমর স্ক্যানার বলছে, ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে প্রচারিত ফটোকার্ডগুলো সম্পূর্ণ ভুয়া।

এএইচ