ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫,   ফাল্গুন ১৯ ১৪৩১

রাজশাহীতে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, নিহত ৩

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৭ এএম, ৩ মার্চ ২০২৫ সোমবার

রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন।

সোমবার ভোরে উপজেলার রাজাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত এক নারীসহ তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গোদাগাড়ী থানার ওসি রুহুল আমিন জানান, হৃদরোগে আক্রান্ত এক রোগি নিয়ে গোদাগাড়ী থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। এ সময় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়ি বিজিবি চেকপোস্টে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায়। 

এ সময় অ্যাম্বুলেন্সের চালক জুয়েলসহ (৪৫) ঘটনাস্থলে তিনজন মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 

পরে অ্যাম্বুলেন্স ও ট্রাকটি রাস্তার উপর থেকে সরিয়ে নেওয়া হয় বলে জানান ওসি।

হাসপাতালের মুখপাত্র ডা. সংকর কে বিশ্বাস জানান, সকাল ৬টার দিকে তিনজনকে হাসপাতালের ৮নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

এএইচ