ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫,   ফাল্গুন ১৯ ১৪৩১

দাঁড়িয়ে থাকা লরির পেছনে মোটরসাইকেলের ধাক্কা, ব্যবসায়ী নিহত

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৫ পিএম, ৩ মার্চ ২০২৫ সোমবার

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল মতিন (৩৩) নামে এক তরমুজ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরেকজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার ঝাউহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যবসায়ী আব্দুল মতিনের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, আজ সকালে ওই এলাকায় দাঁড়িয়ে থাকা একটি আখবাহী লরির পেছনের দিকে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। 

নিহত ব্যক্তি পেশায় তরমুজ ব্যবসায়ী ছিলেন। গুরুতর আহত আরেকজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে বলে জানান ওসি।

এএইচ