ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫,   ফাল্গুন ২০ ১৪৩১

খালেদা জিয়া আগের চেয়ে বেশ ভালো আছেন: ডা. জাহিদ

লন্ডন প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৩ পিএম, ৪ মার্চ ২০২৫ মঙ্গলবার

বেগম খালেদা জিয়া আগের চেয়ে বেশ ভালো আছেন। তাকে ডাক্তাররা বাসায় গিয়ে নিয়মিত চিকিৎসা সেবা দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারস বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে জিয়া পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ডা. জাহিদ জানান,  খালেদা জিয়ার শারী‌রিক অবস্থা স্থি‌তিশীল। চি‌কিৎসকরা নি‌বিড়ভাবে ওনাকে পর্যবেক্ষণ করছেন। আগের তুলনায় এখন অনেকটাই সুস্থ তিনি।

তিনি আরও বলেন, বলেন, শারী‌রিক চিকিৎসার পাশাপা‌শি প্রায় সাত বছর পর বেগম জিয়া তার প‌রিবারের সদস‌্যদের পাশে পেয়ে‌ মান‌সিকভাবে ভালো আছেন। মান‌সিক প্রশা‌ন্তিই উনার শারীরিক সুস্থতাকে বা‌ড়িয়ে দিচ্ছে।

বেগম খালেদা জিয়া দেশবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন বলে জানান ডা. জাহিদ। এসময় দেশের ভবিষ্যৎ সুন্দর করতে হলে বর্তমান সংবিধানে যা আছে, তাই বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

যুক্তরাজ্য শাখা সভাপতি প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমেদ ও জিয়া পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল করিম।

এএইচ