নারীর প্রতি সহিংসতা ও নিপীড়নের প্রতিবাদে জাবিতে মানববন্ধন
জাবি সংবাদদাতা
প্রকাশিত : ১০:১০ পিএম, ৪ মার্চ ২০২৫ মঙ্গলবার

সারাদেশে নারীর প্রতি সহিংসতা ও নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট।
মঙ্গলবার (৪ মার্চ) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে মানববন্ধন করেন তারা।
এসময় পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক জামাল উদ্দিন রুনু বলেন, পুরুষতান্ত্রিক সমাজে নরীর প্রতি বৈষম্যের ব্যাপারটি আমাদের দীর্ঘ প্রক্রিয়ার অংশ। জুলাই গণঅভ্যুত্থানের পরেও এখন পর্যন্ত আমরা এই ধরণের মন মানসিকতা থেকে বের হতে পারি নাই। প্রকাশ্যে ধুমপান করা পুরুষ ও নারী উভয়ের জন্যই অনুচিত। কিন্তু আমরা দেখি ছেলেরা প্রায়শই ধূমপান করছে, শুধু নারীর ক্ষেত্রেই সমস্যা। কালচারালি বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন ভাবে বিষয়টি দেখছি, কিন্তু এটাতো অন্যায় না। মব জাস্টিসের নামে যে ধরণের নিপীড়ন করা হয়েছে সেটি একেবারেই অনভিপ্রেত এবং আমরা তার নিন্দা জানাই।
তিনি আরো বলেন, একটা পরিস্থিতি যখন তৈরি হয় সেটি আইনি প্রক্রিয়ায় সমাধান না হয়ে মব জাস্টিসের মাধ্যমে যে ঘটনাগুলো ঘটানো হয় তা একেবারেই অনভিপ্রেত। রাষ্ট্র, সমাজ এবং যে রাজনৈতিক দলগুলো আছে সকলে মিলে এই বিষয়টাকে সামনে রেখে সহনশীল আচরণ করার জন্য যা যা কর্মসূচি দরকার, সেগুলো পালন করার মধ্য দিয়ে এই সমস্যার সমাধান করা উচিৎ। রাষ্ট্রের উচিৎ এই মব জাস্টিসের সাথে যারা সংশ্লিষ্ট থাকে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিৎ, যাতে করে এই মব জাস্টিস কালচার রহিত করা সম্ভব হবে বলে আমি মনে করি।
মানববন্ধনে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাদমান অলীভ বলেন, নারীর প্রতি সহিংসতা শুধু আজকের ঘটনা না। এটা যুগের পর যুগ ধরে ঘটে আসছে। আমার কোনো বোন যদি সাধারণ কামিজ পড়েও বাসে উঠে, কেউ কেউ তার দিকেও খারাপ ভাবে তাকায়৷ আমি আজ ভাই হিসেবে ব্যর্থ। আমরা যদি তাদের নিরাপত্তা না দিতে পারি তাহলে এই মানববন্ধন কখনোই থামবে না। আমরা চাই যেভাবে দেশে সহিংসতা হচ্ছে, মবের নামে নারীদের নির্যাতন, নিপীড়ন করা হচ্ছে এর দ্রুত অবসান হোক।
সমাপনী বক্তব্যে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি ফাইজা মেহজাবিন প্রিয়ন্তী বলেন, বারবারই একটা বলি যে, হে রাষ্ট্র, মেয়েদের বন্দিত্বের দায় না নিয়ে নিরাপত্তার দায় নাও। অথচ হতাশার সাথে আমরা দেখি যে, এই রাষ্ট্রব্যবস্থা এবং পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা মেয়েদের বন্দিত্বের দিকে নিয়ে যাওয়ার ব্যাপারে অধিক আগ্রহী। মেয়েদের নিরাপত্তা দানের ব্যাপারে তাঁদের ন্যুনতম কোনো আগ্রহ বা সদিচ্ছা আমরা দেখতে পাই না। ইন্ডিপেন্ডেন্ট নিউজে আজকেও দেখতে পেয়েছি, গত এক মাসে প্রায় ২৩৮টি ধর্ষণের ঘটনা ঘটেছে। যেটি বাংলাদেশের মতো একটি রাষ্ট্রের জন্য অত্যন্ত নিন্দাজনক।
তিনি আরো বলেন, আমরা খুব নিন্দার সাথে বলতে চাই, এই দেশ আসলে মেয়েদেরকে কোনোরকম সম্মান দিতে পারে নি তাঁর স্বাধীনতার ৫৫ বছর বয়সেও। আমরা বারবার দেখছি ধর্ষণের মতো ঘটনা ঘটছে, নিপীড়নমূলক ঘটনা ঘটছে। বারবার দেখছি নারীর প্রতি সহিংস আচরণ করা হচ্ছে। কিন্তু তাঁর বিপরীতে দোষীদের শাস্তির আওতায় আনতে এই রাষ্ট্র বরাবরই ব্যর্থতার পরিচয় দিয়েছে। যার ফলস্বরূপ গত এক মাসে আমরা দেখি ২৩৮টির মতো ধর্ষণের ঘটনা। এই মেয়েদেরকে গত জুলাইয়ে দেখেছি আমরা সম্মুখ সারির যোদ্ধা হিসেবে। মেয়েরাই সারাদেশে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে।
এমবি//