ওয়ানডের সেরা অলরাউন্ডার ওমরজাই
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৩৩ পিএম, ৫ মার্চ ২০২৫ বুধবার

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ওয়ানডে ফরম্যাটের সেরা অলরাউন্ডারের মুকুট পরেছেন আফগানিস্তানের পেস অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। তিনি সতীর্থ মোহাম্মদ নবীকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির ৩ ম্যাচে ৭ উইকেট শিকার করেছেন ওমরজাই। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ার সেরা ৫৮ রানে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন। ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, ৪২ গড়ে ১০৪.১৩ স্ট্রাইক রেটে ১২৬ রান সংগ্রহ করেছেন তিনি। এই পারফরম্যান্সই তাকে ওয়ানডের সেরা অলরাউন্ডার বানিয়েছে।
র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে অলরাউন্ডার তালিকার শীর্ষে উঠেছেন ওমরজাই। পাশাপাশি ব্যাটিং র্যাঙ্কিংয়েও দারুণ উন্নতি করেছেন, এক লাফে ১২ ধাপ এগিয়ে এখন তিনি ১২তম স্থানে আছেন। আগে তিনি ২৪ নম্বরে ছিলেন।
এদিকে, ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়েও পরিবর্তন এসেছে। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে ৮৪ রানের ইনিংস খেলে এক ধাপ এগিয়েছেন বিরাট কোহলি। বর্তমানে তিনি চতুর্থ স্থানে রয়েছেন। শীর্ষে রয়েছেন ভারতের শুভমন গিল, দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের বাবর আজম, আর তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার হেনরিক ক্লাসেন।
এমবি//