ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫,   ফাল্গুন ৩০ ১৪৩১

ইবিতে পরীক্ষা নিয়ন্ত্রক ও গ্রন্থাগারিক পদে নতুন মুখ

ইবি প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৪৫ পিএম, ৮ মার্চ ২০২৫ শনিবার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসনিক দুই পদে (পরীক্ষা নিয়ন্ত্রক ও গ্রন্থাগারিক) নতুন নিয়োগ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এ নিয়োগ প্রদান করেন।

শনিবার (৮ মার্চ) উপাচার্য স্বাক্ষরিত দুইটি পৃথক অফিস আদেশে তাদের এ পদে নিয়োগ দেয়া হয়।

নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন- পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে রেজিস্ট্রার অফিসের উপ-রেজিস্ট্রার ড. ওয়ালিউর রহমান এবং গ্রন্থাগারিক হিসেবে রেজিস্ট্রার অফিসের উপ-রেজিস্ট্রার খন্দকার আব্দুল মজিদ।

অফিস আদেশ সূত্রে, মো. আবুল কালাম আজাদকে তার পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) পদ থেকে অব্যাহতি দিয়ে তার মূলপদ উপ-পরীক্ষা নিয়ন্ত্রক পদে এবং মোছা. শাহনাজ বেগমকে তার গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) পদ থেকে অব্যাহতি দিয়ে তার মূলপদ উপ-গ্রন্থাগারিক পদে ফিরিয়ে নেয়া হয়েছে। তারা উভয়ই পুনরাদেশ না দেয়া পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করবেন। 

দায়িত্ব পালনকালে তারা বিধি মোতাবেক এই পদের সব সুবিধাপ্রাপ্ত হবেন।

এএইচ