ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫,   ফাল্গুন ২৬ ১৪৩১

‘রোজায় শেখ হাসিনাকে মিস করি’ এমন কথা বলেননি সেনাপ্রধান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৫৪ পিএম, ৯ মার্চ ২০২৫ রবিবার

সম্প্রতি ‘এই রোজায় আমরা শেখ হাসিনাকে অনেক মিস করি– সেনাপ্রধান’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। জানা গেছে, ভিন্ন ভিডিও ব্যবহার করে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনাকে মিস করা প্রসঙ্গে কোন মন্তব্য করেননি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বরং অধিক ভিউ পাওয়ার আশায় চটকদার থাম্বনেইল এবং ভিন্ন ভিডিও ব্যবহার করে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে “Jamuna 24” নামের যে ইউটিউব চ্যানেলটি থেকে ভিডিওটি প্রচার করা হয়েছে তা পর্যবেক্ষণ করে এটি যমুনা টিভির আসল চ্যানেল নয় বলে প্রতীয়মান হয়। যমুনা টিভির আসল ইউটিউব চ্যানেলের নাম Jamuna Tv. 

পরবর্তীতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে রোজায় দ্রব্যমূল্যের দাম ও তেলের সিন্ডিকেট নিয়ে কথা বলতে দেখা যায় সাধারণ মানুষকে।

উক্ত ভিডিওর ১ মিনিট ১৭ সেকেন্ডে একজন সাধারণ মানুষকে বাজারের পরিস্থিতি নিয়ে কথার এক পর্যায়ে বলতে দেখা যায়, “এই মুহুর্তে আমরা শেখ হাসিনাকে মিস করতেছি, আমরা শেখ হাসিনার রেসিপি মিস করতেছি, আগের মতো রেসিপি পাই না, কাঁঠালের বার্গার…”।  

উক্ত ভিডিওতে কোথাও সেনাপ্রধানকে কোনো বক্তব্য দিতে দেখা যায়নি। 

তাছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে মূলধারার গণমাধ্যমগুলোতে রমজানে হাসিনাকে মিস করা প্রসঙ্গে সেনাপ্রধানের এমন মন্তব্যের দাবির সপক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। সেনাপ্রধানের মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এমন কথা বললে সেটি নিয়ে দেশের মূলধারার গণমাধ্যমগুলোতে সংবাদ প্রচার হওয়ার কথা। 

সুতরাং, রমজানে শেখ হাসিনাকে মিস করছেন সেনাপ্রধান শীর্ষক দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।

এএইচ