ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫,   ফাল্গুন ২৬ ১৪৩১

বনানীতে সড়ক দুর্ঘটনায় ২ পোশাকশ্রমিক নিহত, সড়ক অবরোধ, তীব্র যানজট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১২ এএম, ১০ মার্চ ২০২৫ সোমবার | আপডেট: ১০:১৪ এএম, ১০ মার্চ ২০২৫ সোমবার

রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে সড়ক ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ করে রেখেছেন নিহতদের সহকর্মীরা। 

সোমবার (১০ মার্চ) ভোর ৬টার দিকে এই ঘটনা ঘটে।সোমবার (১০ মার্চ) ভোর ৬টার দিকে এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

জানা গেছে, দুর্ঘটনায় দুজন মারা যাওয়ার পর গার্মেন্টস কর্মীরা বনানীর চেয়ারম্যানবাড়ীতে দুই পাশের সড়ক অবরোধ করে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। গার্মেন্টস কর্মীরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানীতে নামার র‍্যাম্পও বন্ধ করে রেখেছেন। ফলে বনানীগামী যানবাহনগুলো এক্সপ্রেসওয়ে থেকে নামতে পারছে না। এতে পুরো এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট দেখা দিয়েছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরকার বলেন, রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকেই শ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেছে।

 
এসএস//