ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫,   ফাল্গুন ২৬ ১৪৩১

৭ ঘণ্টা পর বনানীর সড়ক ছাড়লেন পোশাকশ্রমিকরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৪৯ পিএম, ১০ মার্চ ২০২৫ সোমবার

রাজধানীর বনানীতে গাড়িচাপায় এক নারী সহকর্মী নিহতের ঘটনায় দীর্ঘ ৭ ঘণ্টা যান চলাচল বন্ধ রাখার পর আন্দোলন প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে পোশাকশ্রমিকরা। এতে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (১০ মার্চ) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে পুলিশের আশ্বাস ও শ্রমিক নেতাদের হস্তক্ষেপে আন্দোলন প্রত্যাহার করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এরপর ধীরে ধীরে বনানী ও মহাখালীসহ আশপাশের এলাকায় যান চলাচল শুরু হয়।

এর আগে, সকাল ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় নিহত হন মিনারা আক্তার নামে এক পোশাকশ্রমিক। এ ঘটনায় আহত হয়েছেন আরেক শ্রমিক সুমাইয়া আক্তার, তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ শ্রমিকরা বনানী এক্সপ্রেসওয়ে অবরোধ করেন। ফলে গুলশান, মহাখালী ও কাকলি এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরকার জানান, শ্রমিক নেতারা আশ্বস্ত করেছেন যে নিহতের পরিবার ন্যায়বিচার পাবে। এ ছাড়া আমরা নিশ্চিত করেছি দোষীদের আইনের আওতায় আনা হবে। এরপর শ্রমিকরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বর্তমানে বনানীসহ আশপাশের এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এসএস//