ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫,   ফাল্গুন ২৬ ১৪৩১

নিখোঁজের ৩ দিন পর নদীতে ভেসে উঠলো তিনজনের মরদেহ

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত : ০৪:৪৭ পিএম, ১০ মার্চ ২০২৫ সোমবার | আপডেট: ০৫:৫০ পিএম, ১০ মার্চ ২০২৫ সোমবার

নেত্রকোনার খালিয়াজুরীর উপজেলার ধনু নদ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিন আগে মাছ শিকার করতে গিয়ে দুইপক্ষের সংঘর্ষের ঘটনার পর তারা নিখোঁজ ছিলেন।

আজ সোমবার দুপুরে ধনু নদের নাওটানা এলাকা সংলগ্ন আশালিয়া ঘাট থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন জেলার আটপাড়া উপজেলার স্বরমুশিয়া এলাকার শহীদ মিয়া, কেন্দুয়া উপজেলার বোয়ালবাড়ি এলাকার হৃদয় মিয়া এবং মদন উপজেলার বাগজান গ্রামের রোকন মিয়া।

জানা গেছে, গত শনিবার খালিয়াজুরীতে ইজারাকৃত জলাশয়ের মাছ শিকার করতে গিয়ে দুইপক্ষের লোকজনের সংঘর্ষের ঘটনায় একই জেলার মদন উপজেলার রোকন মিয়া ও ইয়াছিন মিয়া, আটপাড়ার শহীদ মিয়া ও কেন্দুয়া হৃদয় মিয়াসহ বেশ কয়েকজন নিখোঁজ হন। কিন্তু ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও তাদের সন্ধান মিলছিল না। 

এরইমধ্যে আজ দুপুরে তিনজনের মরদেহ ভেসে উঠলো।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, খালিয়াজুরীর ধনু নদের রসুলপুর ফেরিঘাট এলাকায় পারাপারকে কেন্দ্র করে মাছ শিকারিদের সাথে স্থানীয় রসুলপুর ও জগন্নাথপুর গ্রামের লোকজনের সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশত লোকজন আহত হয়। 

সংঘর্ষ চলাকালে কমপক্ষে শতাধিক অটোরিকশা, পিকআপ ভ্যান ভাংচুর ও তাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন নিখোঁজ হয়। 

পরে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থল থেকে অন্তত ৪০ জনকে আটক করে।

এএইচ