পাকিস্তানি রাষ্ট্রদূতকে দেশে প্রবেশ করতে দিল না যুক্তরাষ্ট্র
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৪৫ এএম, ১২ মার্চ ২০২৫ বুধবার

তুর্কেমেনিস্তানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত কেকে ওয়াগানকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। কেকে ওয়াগান ব্যক্তিগত সফরে লস অ্যাঞ্জেলসে গিয়েছিলেন। কিন্তু বৈধ ভিসা ও অন্যান্য কাগজপত্র থাকা সত্ত্বেও তাকে আটকান ইমিগ্রেশনের কর্মকর্তারা। পরে লস অ্যাঞ্জেলেস থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম ‘দ্য নিউজ’ মঙ্গলবার (১১ মার্চ) জানিয়েছে, ইমিগ্রেশনে কেকে ওয়াগানের বিরুদ্ধে ‘বিতর্কিত ভিসা রেফারেন্সের’ অভিযোগে তোলা হয়। এছাড়া তারা তার কূটনৈতিক প্রটোকল নিয়েও প্রশ্ন তোলেন। তবে ঠিক কোন বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে সেটি স্পষ্ট নয়।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, রাষ্ট্রদূত কে কে ওয়াগানকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে অভিবাসনসংক্রান্ত আপত্তি ছিল, যার কারণে তাকে ফেরত পাঠানো হয়।
এ ছাড়া সংশ্লিষ্ট সূত্র জানায়, রাষ্ট্রদূত ওয়াগান বৈধ মার্কিন ভিসা ও প্রয়োজনীয় ভ্রমণ নথি নিয়েই ব্যক্তিগত সফরের জন্য লস অ্যাঞ্জেলেসে যাচ্ছিলেন। তবে সেখানে পৌঁছনোর পর যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ তাকে আটকে দেয়। পরবর্তীতে কর্মকর্তারা তাকে তিনি যেখান থেকে গিয়েছেন সেখানে ফেরত যেতে বাধ্য করেন, যা কূটনৈতিক শিষ্টাচার ও এই সিদ্ধান্তের প্রকৃতি নিয়ে উদ্বেগ তৈরি করেছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় পরে নিশ্চিত করে, রাষ্ট্রদূত ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।
তাকে ফেরত পাঠানোর বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেন, এ বিষয়ে যেন কোনো ধরনের অনুমান করা না হয়, কারণ এটি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হচ্ছে।
ওয়াগান পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এক কূটনীতিক। তিনি কাঠমাণ্ডুতে পাকিস্তানের দূতাবাসে দ্বিতীয় সচিব, লস অ্যাঞ্জেলেসে পাকিস্তানের কনস্যুলেটে ডেপুটি কনসাল জেনারেল, ওমানের রাজধানী মাসকাটে রাষ্ট্রদূতসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি নাইজারে পাকিস্তানের দূতাবাসে মিশনপ্রধান ছিলেন এবং ইসলামাবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিবাসী পাকিস্তানি ও কনস্যুলার বিষয়ক শাখার মহাপরিচালকের দায়িত্বও পালন করেছেন।
এদিকে বিষয়টির গুরুত্ব বিবেচনায় ওয়াগানকে ইসলামাবাদে ডেকে পাঠানো হতে পারে বলে সূত্র জানিয়েছে। এ ছাড়া এ ঘটনা ইতিমধ্যে পাকিস্তানের শীর্ষ কূটনৈতিক নেতৃত্বকে জানানো হয়েছে।
সূত্র আরো জানিয়েছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও পররাষ্ট্রসচিব আমনা বালোচ বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় লস অ্যাঞ্জেলেসের কনস্যুলেটকে বিষয়টি তদন্ত করার নির্দেশ দিয়েছে।
এমবি//