মাহমুদউল্লাহকে বিশেষ সম্মান জানালো আইসিসি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:০০ পিএম, ১৩ মার্চ ২০২৫ বৃহস্পতিবার

বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ দীর্ঘ ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন। বুধবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি।
ফেসবুক পোস্টে মাহমুদউল্লাহ লেখেন, ‘সকল প্রশংসা মহান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ দিতে চাই, যারা সবসময় আমাকে সমর্থন দিয়েছে।’
আইসিসি ইভেন্টে বাংলাদেশের অন্যতম সফল ক্রিকেটার মাহমুদউল্লাহকে সম্মান জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি বিশেষ ভিডিও পোস্ট করেছে তারা, যেখানে তার অসাধারণ মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে।
ভিডিওতে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তার প্রথম বিশ্বকাপ সেঞ্চুরির পর উদযাপনের দৃশ্যগুলো দেখানো হয়েছে। গ্যালারির উদ্দেশ্যে তার উড়ন্ত চুমু ছোড়ার মুহূর্তও এতে স্থান পেয়েছে। আইসিসি ক্যাপশনে লিখেছে, ‘বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলা মাহমুদউল্লাহর কাছে বিশেষ কিছু।’
মাহমুদউল্লাহর ওয়ানডে ক্যারিয়ারের ৪টি সেঞ্চুরির সবকটিই আইসিসি ইভেন্টে এসেছে। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তার প্রথম ওয়ানডে সেঞ্চুরি আসে, যা ছিল বিশ্বকাপে প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটারের সেঞ্চুরি। একই বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে আরও একটি সেঞ্চুরি করে তিনি টানা দুই ম্যাচে সেঞ্চুরির কীর্তি গড়েন।
পরবর্তীতে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে আরও দুটি সেঞ্চুরি করেন মাহমুদউল্লাহ। তার এই অসাধারণ অর্জনের জন্য ক্রিকেট বিশ্ব তাকে স্মরণ করবে।
এমবি//