ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫,   ফাল্গুন ২৯ ১৪৩১

পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নিল নানকের ঘনিষ্ঠ সহযোগীকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ১৩ মার্চ ২০২৫ বৃহস্পতিবার | আপডেট: ০৩:৪৮ পিএম, ১৩ মার্চ ২০২৫ বৃহস্পতিবার

আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ঘনিষ্ঠ সহযোগী গোলাম মোস্তফাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে লালমাটিয়ায় অভিযান চালিয়ে মোস্তফাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। মোস্তফা জুলাইয়ের গণঅভ্যুত্থান-সংক্রান্ত একাধিক মামলার আসামি।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সদস্যরা আটক ব্যক্তিকে হাতকড়া পরানোর চেষ্টা করলে নিরাপত্তাপ্রহরীসহ একদল লোক পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে মোস্তফাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় তারা।

মোস্তফাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এএইচ