দেশে নির্বাচিত সরকার নেই বলে আইন-শৃঙ্খলার অবনতি: বিএনপি নেতা বকুল
খুলনা প্রতিনিধি
প্রকাশিত : ১০:০২ পিএম, ১৪ মার্চ ২০২৫ শুক্রবার

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, দেশে নির্বাচিত সরকার নেই বলে আইন-শৃঙ্খলার অবনতি চরমে পৌঁছেছে। পবিত্র রমজান মাসের দ্রব্যমূল্য আকাশ ছোয়া। মানুষের জীবনের নিরাপত্তা নেই, খুনের ঘটনা ঘটেছে প্রতিনিয়ত। নারী ও শিশু ধর্ষণ অতীতের রেকর্ড ভেঙ্গেছে। রাস্তায় যাকে খুশি, যাকে পাচ্ছে কোপাচ্ছে। এভাবে দেশ চলতে পারে না।
আজ শুক্রবার (১৪ মার্চ) খুলনা ক্লাবে ডক্টরস্ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব খুলনারত ইফতার ও দোয়া মাহফিলপুর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রকিবুল ইসলাম বকুল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপি দীর্ঘ ১৬ বছর স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে ছিল, এখনও আছে। যতদিন না জণগনকে ভোটের অধিকার ফিরিয়ে দেয়া না যাবে ততোদিন বিএনপি রাজপথে আন্দোলন করবে। বিএনপির নেতৃত্বে স্বৈরাচার হাসিনা সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের ফসল বর্তমান অর্ন্তবরতী সরকার। ড. ইউনুসের নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব নেয়ার মূল উদ্দেশ্য ছিলেন জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। জনগণ ভোটের মাধ্যমে কারা দেশ চালাবে তা নির্ধারণ করবেন। কিন্তু আমরা কি দেখলাম; দায়িত্ব নেবার পর থেকে ইউনুস সরকার রাস্ট্র সংস্কারের নামে কালক্ষেপণ করছেন।
তিনি বলেন, সংস্কারের প্রয়োজন রয়েছে। আর প্রয়োজন রয়েছে বলেই বিএনপি ২০২৩ সালে রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। কিন্তু আমরা দেখছি নির্বাচন বিলম্বিত করার জন্য বর্তমান সরকার সংস্কারের কৌশলকে বেছে নিয়েছে।
দেশে নির্বাচিত সরকার নেই বলে আইন-শৃঙ্খলার অবনতি চরমে পৌছেছে। পবিত্র রমজান মাসের দ্রব্যমূল্য আকাশ ছোয়া। মানুষের জীবনের নিরাপত্তা নেই। খুনের ঘটনা ঘটেছে প্রতিনিয়ত। নারী ও শিশু ধর্ষণ অতীতের রেকর্ড ভেঙ্গেছে। রাস্তায় যাকে খুশি, যাকে পাচ্ছে কোপাচ্ছে। এভাবে চলতে পারে না। দ্রুত সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিতে অর্ন্তবর্তী সরকারের প্রতি আহবান জানান তিনি।
বকুল আরও বলেন, বিগত ১৬ বছরে দেশে চিকিৎসা ব্যবস্থায় চরম বিপর্যয় ঘটেছে। ড্যাবের সদস্যরা পেশাগত ক্ষেত্রে নানা ধরণের বৈষম্যের শিকার হয়েছেন। প্রশাসন যোগ্য, দক্ষ, সৎ ও ন্যায়পরায়ণ মানবিক না হলে সমাজে অন্যায়, খুন, জখম, নারী ও শিশু নির্যাতনের প্রকোপ জ্যামিতিক হারে বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক। এ থেকে পরিত্রান পেতে জনগণের সরকারের বিকল্প নেই।
ড্যাব খুলনা জেলার সভাপতি ডা. মো. রফিকুল হক বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
ডা. এসএম আকরামুজ্জামানের তত্ত্বাবধায়নে ইফতার মাহফিলে ডা. মো. মোস্তফা কামাল, ডা. মো. শাহজাহান আলী, ডা. গ ম গোলাম আজম, ডা. এাসুদুর রহমান লিমনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে, বিকাল সাড়ে ৪টায় বিএনপির কেন্দ্রীয় নেতা রকিবুল ইসলাম বকুল খালিশপুরের আলমনগরে উদীয়মান যুব সমাজ আয়োজিত পবিত্র রমজান উপলক্ষ্যে পবিত্র কোরআন শরীফ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, বিএনপি নেতা চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন, আব্দুল আজিজ সুমন, ইস্তিয়াক আহমেদ ইস্তি ও রকিবুল ইসলাম মতি প্রমুখ। ইকরা সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠান পরিচালনা করেন উদীয়মান যুব সমাজের সভাপতি রবিউল গাজী উজ্জল।
এএইচ