ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫,   চৈত্র ১ ১৪৩১

গাজীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারীসহ নিহত ৩

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৩৮ এএম, ১৫ মার্চ ২০২৫ শনিবার | আপডেট: ১০:০৭ এএম, ১৫ মার্চ ২০২৫ শনিবার

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন ।

শনিবার (১৫ মার্চ) সকাল ৮টায় কালিয়াকৈর ফুলবাড়িয়া সড়কের নামাশুলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে ট্রাক-সিএনজি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক নারীসহ তিনজন নিহত হন। আহত হয় একজন।

স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে। আহত একজনকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে ।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে । সে হলো অটো সিএনজি গাড়ির চালক ওবায়দুল। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।

সংবাদ পেয়ে পুলিশ  ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে।

এএইচ