ঢাকা, রবিবার   ১৬ মার্চ ২০২৫,   চৈত্র ২ ১৪৩১

তামাকখেতে নিয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:০০ পিএম, ১৬ মার্চ ২০২৫ রবিবার | আপডেট: ০৩:০২ পিএম, ১৬ মার্চ ২০২৫ রবিবার

লালমনিরহাটে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে তামাকখেতে নিয়ে ধর্ষণের চেষ্টা ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ মার্চ) সকালে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের কাশিরঝাড় গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন অভিযুক্ত মেহের আলীকে (৫৫) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী।

মেহের আলীর বাড়ি গোকুন্ডা ইউনিয়নের কাশিরঝাড় গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকালে মেহের আলী ওই স্কুলছাত্রীকে একটি তামাকখেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। বাড়ির লোকজন ও স্থানীয়রা টের পেয়ে মেহের আলীকে গণপিটুনি দেন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুকে ধর্ষণের চেষ্টার সত্যতা পাওয়া গেছে। খুব দ্রুত তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হবে।

এসএস//