‘কারাগারে বসে লিখব জুলাইয়ের বিপ্লবের ইতিহাস’
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৪৭ পিএম, ১৬ মার্চ ২০২৫ রবিবার

জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের মধ্যে সর্বপ্রথম জুলাইয়ের ইতিহাস নিয়ে বই লিখেছেন অন্তর্বর্তী সরকারের যুব, ক্রীড়া ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ‘জুলাই : মাতৃভূমি অথবা মৃত্যু’ শিরোনামের বইটির প্রকাশনা অনুষ্ঠানও হয়ে গেছে। বইয়ের ভূমিকা লিখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
গতকাল শনিবার (১৫ মার্চ) আনুষ্ঠানিকভাবে বইটি প্রকাশের পর এ নিয়ে মন্তব্য জানাতে থাকেন পাঠকরা।
রোববার (১৬ মার্চ) নিজের ফেসবুক আইডিতে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা সালাউদ্দিন আম্মার।
তিনি লিখেছেন, ‘এ জন্যই আমাকে জুলাইয়ের ইতিহাস লিখতে অনুরোধ করার পরও আজ পর্যন্ত রাজি হইনি।’
‘আমি ইতিহাস লিখতে চাই তখন, যখন ইতিহাসের জায়গা নিয়ে কেউ কামড়াকামড়ি করবে না, যখন জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া একেকজন কারাগারে সাজাভোগ করছেন, যখন কয়েকজনের রাষ্ট্রদ্রোহীর অপরাধে ফাঁসির আদেশ হবে। যখন জুলাইয়ে নিজের অংশগ্রহণ অস্বীকার করতে উদগ্রীব হবে একটা দল। ঠিক তখনই আমি কারাগারে বসে লিখব জুলাইয়ের ইতিহাস। ইতিহাস এত সহজ নয়!! আপাতত রমাদান মোবারক।’
এসএস//