মানবপাচার মামলায় র্যাবের হাতে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশিত : ০২:৪৩ পিএম, ১৭ মার্চ ২০২৫ সোমবার

একাধিক মানবপাচার মামলার পলাতক আসামি মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ মাতুব্বর (৫৫)কে ঢাকা মহানগরীর শাহবাগ থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৩।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে র্যাব-৩ এর একটি আভিযানিক দল ঢাকা মহানগরীর শাহবাগ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
আটককৃত ফরহাদ মাতুব্বর মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর গ্রামের মৃত হামিজউদ্দিন মাতুব্বরের ছেলে এবং গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি মাদারীপুর জেলার কালকিনি ও ডাসার থানাধীন এলাকায় বিদেশগামী সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন দেশে পাঠানোর লোভনীয় প্রস্তাব দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। পরবর্তীতে তার নামে কালকিনি ও ডাসার থানায় মামলা দায়ের করা হলে আত্মগোপনে যায় সে। এক পর্যায়ে র্যাব-৩ এর একটি আভিযানিক দল তাকে আটক করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে র্যাব।
এএইচ