লাঠি হাতে যুবদল নেতার দিকে তেড়ে এলেন আ.লীগ নেতা, ভিডিও ভাইরাল
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ১০:৫১ এএম, ১৮ মার্চ ২০২৫ মঙ্গলবার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ‘ভিজিএফ চাল কাকে বিতরণ করেছেন’ বলায় যুবদল নেতার দিকে লাঠি হাতে তেড়ে আসেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হাদিউল ইসলাম হাদী।
সোমবার (১৭ মার্চ) দুপুরের দিকে জেলার পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে এ ঘটনা ঘটে।
মুহূর্তেই এ ঘটনার দৃশ্য মোবাইলে ধারণকৃত ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, স্থানীয় এক যুবদল নেতা ইউপি চেয়ারম্যানের কাছে জানতে চান, ভিজিএফ চাল কোথায় বিতরণ করেছেন? এ সময় চেয়ারম্যান উত্তেজিত হয়ে যুবদল নেতাকে গালিগালাজ করছেন এবং লাঠি হাতে তার দিকে তেড়ে যাচ্ছেন।
হাদিউল ইসলাম হাদী হোসেন্দী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। পাশাপাশি তিনি পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য। এর আগে পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি।
স্থানীয়রা জানান, সোমবার সকাল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে হোসেন্দী ইউনিয়ন পরিষদে দরিদ্রদের জন্য সরকারের ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। দুপুর ২টার দিকে হোসেন্দী ইউনিয়ন যুবদল নেতা রাজিব হোসেন বাবু ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম হাদীর অফিস কক্ষে যান।
এসময় তিনি চেয়ারম্যানকে কাকা সম্বোধন করে জানতে চান, ১ হাজার ৬৮০টি ভিজিএফ কার্ড কাদের দেয়া হয়েছে। এতে চেয়ারম্যান উত্তেজিত হয়ে যুবদল নেতা রাজীব হোসেন বাবুকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে লাঠি নিয়ে মারতে তেড়ে যান চেয়ারম্যান।
এ সময় আশপাশে থাকা লোকজন চেয়ারম্যানকে থামানোর চেষ্টা করেন। এ নিয়ে ইউনিয়ন পরিষদ চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জানা যায়, ২০২২ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে নৌকা মার্কা নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন হাদিউল ইসলাম হাদী। এর আগে আওয়ামী লীগের সমর্থনে জেলা পরিষদের সদস্যও নির্বাচিত হয়েছিলেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে হোসেন্দী ইউনিয়ন যুবদল নেতা রাজিব হোসেন বাবু জানান, আমি চেয়ারম্যান সাহেবকে বিনয়ের সাথে কাকা সম্বোধন করে জিজ্ঞাসা করতেই তিনি লাঠি হাতে আমাকে মারতে তেড়ে আসেন। আমি এই ঘটনায় সকলের নিকট বিচার দাবি করছি।
হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিউল ইসলাম হাদী জানান, ইউনিয়ন যুবদলের নেতা রাজিব হোসেন বাবু আমার কাছে ভিজিএফের ৫০টি কার্ড দাবি করে। এগুলো নিয়েই তার সাথে আমার ঝামেলা হয়েছে। বিষয়টি আমি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম সুরুজকে জানিয়েছি।
এদিকে, হোসেন্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম সুরুজ পাল্টা অভিযোগ করে জানান, চেয়ারম্যান দরিদ্রদের ভিজিএফের চাল সঠিকভাবে বিতরণ না করে আত্মসাৎ করেছেন। এর হিসাব চাইতে যাওয়ায় তিনি যুবদল নেতাকে মারতে তেড়ে আসেন।
এএইচ